AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Galaxy S24 লঞ্চের আগেই 20,000 টাকা সস্তা হল Samsung Galaxy S23

17 জানুয়ারি Galaxy S24 সিরিজ়ের ফোন লঞ্চ হবে দেশের বাজারে। এখন সেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের কয়েক প্রহর আগেই এই সিরিজ়ের বেশ কয়েকটি ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল Samsung। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল Samsung Galaxy S23 এবং Galaxy S23+। এই ফোন দুটির দাম 10,000 টাকা করে কমানো হয়েছে।

Galaxy S24 লঞ্চের আগেই 20,000 টাকা সস্তা হল Samsung Galaxy S23
দামি ফোন এখন মধ্যবিত্তের নাগালে।
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 1:02 PM
Share

Samsung ভারতে তাদের পরবর্তী প্রজন্মের Galaxy S24 স্মার্টফোন সিরিজ় নিয়ে আসছে। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, 17 জানুয়ারি সেই Galaxy S24 সিরিজ়ের ফোন লঞ্চ হবে দেশের বাজারে। এখন সেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের কয়েক প্রহর আগেই এই সিরিজ়ের বেশ কয়েকটি ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল Samsung। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল Samsung Galaxy S23 এবং Galaxy S23+। এই ফোন দুটির দাম 10,000 টাকা করে কমানো হয়েছে।

তবে শুধুই ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। সেই সঙ্গেই আবার থাকছে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও। তাতে আরও অতিরিক্ত 10,000 টাকার ছাড় পাবেন কাস্টমাররা। অর্থাৎ সব মিলিয়ে ক্রেতারা পেয়ে যাচ্ছেন 20,000 টাকার ডিসকাউন্ট। এই ছাড় পাওয়া যাবে আসন্ন সিরিজ়ের ঠিক আগের মডেলগুলির উপরে। সেই তালিকায় রয়েছে Samsung Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। তিনটি ফোনের নতুন দাম ইতিমধ্যেই স্যামসাংয়ের ই-স্টোর তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অফলাইন স্টোর থেকেও 20,000 টাকা কমেই এই তিনটি ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Samsung Galaxy S23 সিরিজ়ের বিশেষত্ব কী

Galaxy S23 ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছেএকটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর। এই প্রথম কোনও ফোন, যাতে স্যামসাং তাদের নিজস্ব এগজ়িনোস প্রসেসর দেয়নি। এই সিরিজ়ের দুটি ফোনে রয়েছে বেশ বড় 6.1 ইঞ্চির ডিসপ্লে। এক্কেবারে প্লাস মডেলটি অর্থাৎ Galaxy S23+ ফোনে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির স্ক্রিন।

Galaxy S23 এবং S23+ এই ফোন দুটিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2340X1080 পিক্সেল। দুটি ফোনেই স্যামসাংয়ের ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ও প্যানেল দেওয়া হয়েছে, যা সর্বাধিক 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস 1750 নিটস।

Galaxy S23 এবং S23+ ফোন দুটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। দূরের বিষয়বস্তু ক্যাপচার করার জন্য রয়েছে টেলিফটো লেন্স। এই সিরিজ়ের ফোন তিনটি 8K ভিডিয়ো তুলতে পারে 30 FPS-এ এবং রিয়ার ক্যামেরা থেকে 4K ভিডিয়ো তুলতে পারে 60 FPS-এ।