Galaxy: মহাবিশ্বের সবচেয়ে দূরের ছায়াপথের আবিষ্কার, ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্যালাক্সি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 10, 2022 | 9:08 PM

Most Distant Galaxy: এই গ্যালাক্সি বা ছায়াপথকে বলা হচ্ছে দূরবর্তী বা ফারদেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্যালাক্সি বা ছায়াপথের নাম এইচডি১।

Galaxy: মহাবিশ্বের সবচেয়ে দূরের ছায়াপথের আবিষ্কার, ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্যালাক্সি
ছবি প্রতীকী।

Follow Us

কয়েকদিন আগে সবচেয়ে দূরবর্তী নক্ষত্রের সন্ধান (Distant Star)পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এবার সম্ভবত সবচেয়ে দূরবর্তী ছায়াপথের (Distant Galaxy) সন্ধান পেয়েছেন তাঁরা। অনুমান করা হচ্ছে পৃথিবী থেকে এই ছায়াপথ প্রায় ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এই গ্যালাক্সি বা ছায়াপথকে বলা হচ্ছে দূরবর্তী বা ফারদেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট (Farthest Astronomical Object)। বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্যালাক্সি বা ছায়াপথের নাম এইচডি১। এতদিন পর্যন্ত যে ছায়াপথকে বলা হতো সবচেয়ে দূরবর্তী তার নাম ছিল জিএন-জেড১১। তার থেকেও ১০০ আলোকবর্ষ দূরে রয়েছে এই নতুন আবিষ্কৃত গ্যালাক্সি বা ছায়াপথ। এইচডি১ ছায়াপথ অতিবেগুনি রশ্মিতেও জ্বলজ্বল করছে। এর থেকে প্রমাণ পাওয়া গিয়েছে যে ওই ছায়াপথ এখন ক্রিয়াকলাপে সক্রিয় রয়েছে। আর এর ফলেই জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করছেন এটি একটি স্টারবার্স্ট গ্যালাক্সি হতে পারে অথবা এমন একটি ছায়াপথ হতে পারে যেখান থেকে ঘনঘন নক্ষত্রের উৎপত্তি হয়। ইতিমধ্যেই পরীক্ষায় নিরীক্ষায় দেখা গিয়েছে যে এই গ্যালাক্সি বছরে ১০০- র বেশি নক্ষত্র তৈরি করে। সাধারণত স্টারবার্স্ট গ্যালাক্সি যে হারে নক্ষত্র উৎপন্ন করে তার থেকে এই গ্যালাক্সি প্রায় ১০ গুণ এগিয়ে রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই আবিষ্কার করেছে। তাঁদের সঙ্গে ছিলেন Harvard & Smithsonian- এরাস্ট্রোফিজিক্স সেন্টারের বিশেষজ্ঞরা। এই গবেষক দল দুটো পরামর্শ দিয়েছেন। প্রথম- এইচডি১ এক অবিশ্বাস্য হারে নক্ষত্র তৈরি করতে পারে। পপুলেশন ৩ নক্ষত্রদের বাসস্থান হয়ে উঠতে পারে। এই পপুলেশন থ্রি স্টার হল মহাবিশ্বের প্রথম নক্ষত্র যাদের এর আগে কখনও দেখা যায়নি। দ্বিতীয়ত- এইচডি১ একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ঘরবাড়ি হয়ে উঠতে পারে। তবে এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভর হবে সূর্যের তুলনায় ১০০ মিলিয়ন বেশি। এই সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।

এই গবেষণা এবং আবিষ্কার প্রসঙ্গে বিজ্ঞানী ফ্যাবিও পাকুচ্চি জানিয়েছেন, এই পপিলেশন থ্রি স্টারদের ক্ষেত্রে যেসব নক্ষত্রদের কথা বলা হচ্ছে তারা তুলনায় অনেক বড়, উজ্জ্বল এবং এখনকার নক্ষত্রের তুলনায় বয়সে নবীন ও উষ্ণতায় বেশি। যদি প্রমাণ পাওয়া যায় যে এই এইচডি১ গ্যালাক্সি থেকে আসলে পপুলেশন থ্রি স্টার তৈরি হচ্ছে তাহলে নতুন খুঁজে পাওয়া ছায়াপথের বৈশিষ্ট্য নির্ধারণ করা সহজ কাজ হবে। Subaru, VISTA, UK Infrared এবং Spitzer স্পেস টেলিস্কোপে প্রায় ১২০০ ঘণ্টা পর্যবেক্ষণে পর আবিষ্কার করা হয়েছে এইচডি১ গ্যালাক্সি যাকে এখনও পর্যন্ত সবচেয়ে দূরের ছায়াপথ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- Dinosaur Fossil: গ্রহাণুর আঘাতে ডায়নোসরের মৃত্যু, উদ্ধার হওয়া জীবাশ্ম বলছে এক অজানা গল্প

আরও পড়ুন- Woman got pregnant: এলিয়েনের সঙ্গে উদ্দাম যৌনতায় গর্ভবতী মহিলা! পেন্টাগনের রিপোর্টে অবিশ্বাস্য তথ্য

Next Article