Dinosaur Fossil: গ্রহাণুর আঘাতে ডায়নোসরের মৃত্যু, উদ্ধার হওয়া জীবাশ্ম বলছে এক অজানা গল্প
Asteroid Strike: মূলত বিজ্ঞানীরা ডায়নোসরের পায়ের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এই পায়ের অংশ দেখে মনে হয়েছে যে খুব দ্রুত এটি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
আজ থেকে প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আছড়ে পড়েছিল একটি গ্রহাণু (Asteroid)। আর তার জেরেই পৃথিবী থেকে ধ্বংস হয়েছিল ডায়নোসরেরা (Dinosaur Fossil)। এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার আগে এবং পরে কী ঘটেছিল বর্তমানে তা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন একটি ডায়নোসরের জীবাশ্ম আবিষ্কার হয়েছে। ওই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার দিনই এই ডায়নোসরের মৃত্যু হয়েছিল। আসলে ডায়নোসরের একটি পায়ের জীবাশ্ম পাওয়া গিয়েছে। এতটাই ভালভাবে ওই নমুনা সংরক্ষিত ছিল যে সেখানে হাড়ের মধ্যে চামড়ার সন্ধানও পাওয়া গিয়েছে। আর এই সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেই বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার দিনই এই ডায়নোসরের মৃত্যু হয়েছিল। ধরিত্রীর বুক থেকে কার্যত মুছে গিয়েছিল ডায়নোসরের নাম।
নর্থ ডাকোটার ইউএস স্টেটের Tanis fossil site- এই ডায়নোসরের পায়ের জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি বিজ্ঞানীরা এমন কিছু মাছের অবশিষ্টাংসও খুঁজে পেয়েছেন যেগুলির উপরেও ওই গ্রহাণু আছড়ে পড়ার প্রভাব রয়েছে। বিজ্ঞানীরা এই ডায়নোসরের পায়ের জীবাশ্ম খুঁজে পাওয়ার পর বারবারই বলেছেন যে এটা সত্যিই বিস্ময়কর আবিষ্কার। কারণ এমন কোনও নমুনা যে দেখতে পাওয়া যাবে তা কোনওদিন কেউ ভাবেইনি। বিবিসি- র একটি ডকুমেন্টারিতে এই ডায়নোসরের জীবাশ্ম আবিষ্কারের কথা বলা হয়েছে। এই নমুনা পর্যবেক্ষণ করেছেন স্যার ডেভিড অ্যাটেনবার্গ। তিনি জানিয়েছেন, এই ডায়নোসর Thescelosaurus গোত্রের। টিকটিকি বা ওই জাতীয় সরীসৃপের মতোই এই ডায়নোসদের চেহারা প্রচুর আঁশযুক্ত। সেই সঙ্গে এদের গায়ে লোমশ কোনও বস্তু দেখা যায় না। এরা ডানাবিহীন অর্থাৎ উড়তে পারতে না। আর এই মাংসাশী ডায়নোসরদের খাওয়ার ধরনও সমসাময়িক অন্যান্য প্রাণীদের তুলনায় ভিন্ন।
মূলত বিজ্ঞানীরা ডায়নোসরের পায়ের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এই পায়ের অংশ দেখে মনে হয়েছে যে খুব দ্রুত এটি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। অথচ এই পায়ে কোনও ক্ষতচিহ্ন নেই। কামড়ের দাগ কিংবা মূল দেহের থেকে কীভাবে আলদা হয়ে গিয়েছে ডায়নোসরের পা তার কোনও চিহ্নই পাওয়া যায়নি। তাই অনুমান করা হয়েছে যে আছড়ে পড়া গ্রহাণুর আঘাতেই এই ডায়নোসরের মৃত্যু হয়েছে এবং তখনই দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে তার পা। প্যালিওন্টোলজিস্টদের কথায় যে এলাকায় এই ডায়নোসরের পায়ের জীবাশ্ম খুঁজে পাওয়া গিয়েছে সেই অঞ্চলের পাথর এবং এই জীবাশ্ম নমুনা আরও খতিয়ে দেখলে বোঝা যাবে যেদিন ওই গ্রহাণু আছড়ে পড়েছিল সেদিন ঠিক কী ঘটেছিল। এছাড়াও মাছের জীবাশ্মগুলোর অবস্থা দেখেও বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে ৬৫ মিলিয়ন বছর আগের ওই দিন পৃথিবীর জন্য ঠিক কতটা ভয়ানক ছিল। এমনিতেও জানা যায় যে ক্রিটেশাস যুগেই ডায়নোসরের অবসান হয়েছিল।
আরও পড়ুন- Woman got pregnant: এলিয়েনের সঙ্গে উদ্দাম যৌনতায় গর্ভবতী মহিলা! পেন্টাগনের রিপোর্টে অবিশ্বাস্য তথ্য