Tab: ট্যাব কেলেঙ্কারিতে শুধু মালদা থেকেই গ্রেফতার ৮ জন
Malda: মনোজিতের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন এবং ট্যাবের টাকা লোপাট। আগামিকাল মালদহ কোর্টে তাকে তোলা হবে। ১০ দিনের জন্যে পুলিশ নিজেদের হেফাজতের জন্যে আবেদন করবে। অন্যদিকে মালদা ট্যাব কেলেঙ্কারি নিয়ে এখনো পর্যন্ত ২ জন গ্রেফতার।
মালদহ: মালদার ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার আরও একজন। অভিযুক্তের নাম মনোজিৎ মণ্ডল। তিনি কোচবিহারের বাসিন্দা। বাড়ি কোচবিহারের দিনহাটার মারিনা নার্সিং হোম সংলগ্ন এলাকা। দিনহাহাটা থানা এলাকা থেকেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত।
মনোজিতের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন এবং ট্যাবের টাকা লোপাট। আগামিকাল মালদহ কোর্টে তাকে তোলা হবে। ১০ দিনের জন্যে পুলিশ নিজেদের হেফাজতের জন্যে আবেদন করবে। অন্যদিকে মালদা ট্যাব কেলেঙ্কারি নিয়ে এখনো পর্যন্ত ২ জন গ্রেফতার। এদিকে মালদার দুটি ট্যাব কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব নিল সিআইডি। বাকি তিনটি ঘটনা তদন্ত করছে মালদা জেলা পুলিশ।
তবে রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে সব থেকে বেশি গ্রেফতার শুধুমাত্র মালদাতেই। পুর্ব বর্ধমানের কেসে গ্রেফতার ৫ জন এবং পূর্ব মেদিনীপুর কান্ডে গ্রেফতার ১ জন। সকলেরই বাড়ি মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা বৈষ্ণবনগরে। এরপর মালদার ঘটনায় গ্রেফতার আরও দুই। মোট মালদা থেকেই গ্রেফতারের সংখ্যা ৮ জন।