২০২২ সাল অর্থাৎ চলতি বছরে ইসরোর (ISRO) অভিযান শুরু হয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫৯মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre in Sriharikota) থেকে উৎক্ষেপণ করা হয়েছে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি-সি৫২ (PSLV-C52)। প্রায় ২৫ ঘণ্টার কাউন্টডাউন শেষে এই লঞ্চ ভেহিকেল নিজের সঙ্গে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস-০৪ (EOS-04) নিয়ে উড়েছে। এর সঙ্গে ছিল দু’টি কো-প্যাসেঞ্জার পেলোড (তুলনায় ছোট স্যাটেলাইট), যাদের নাম INSPIREsat-1 এবং INS-2TD। আজকের এই উৎক্ষেপণ চলতি বছর ইসরোর মিশনের শুভারম্ভ করেছে। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে, ১৪ ফেব্রুয়ারি ভোরে উৎক্ষেপণ হওয়া পিএসএলভি-সি৫২ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে হওয়া ৮০তম লঞ্চ ভেহিকেলের উৎক্ষেপণ ছিল। একইসঙ্গে এটি পিএসএলভি- র ৫৪তম উড়ান। এর পাশাপাশি বলা হচ্ছে পিএসএলভি- র এক্সএল কনফিগারেশনে (six strap-on motors) এটিই ২৩তম উড়ান।
ইসরোর রিপোর্ট অনুসারে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস-০৪ আসলে একটি র্যাডার ইমেজিং স্যাটেলাইট। এটি ডিজাইন করা হয়েছে সমস্ত ধরনের আবহাওয়ার পরিস্থিতিতে যাতে ভাল গুণগত মানে ছবি পাওয়া যায় সেই জন্য। মূলত এই স্যাটেলাইটটি কৃষি, বনায়ন, বৃক্ষরোপণ, মৃত্তিকার আর্দ্রতা, জলবিদ্যা এবং বন্যা ম্যাপিংয়ের মতো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সমস্ত অ্যালিকেশনের ক্ষেত্রে যেকোনও রকম আবহাওয়ায় যেন ভাল কোয়ালিটির ছবি পাওয়া যায়, সেই জন্যই এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটের ওজন ১৭১০ কিলোগ্রাম। এটি ২২৮০ ওয়াট শক্তি উৎপাদন করতে পারে এবং ১০ বছর ধরে সক্রিয় অভিযান চালাতে পারবে।
এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট ছাড়াও ১৪ ফেব্রুয়ারি সকালে পিএসএলভি-সি৫২ লঞ্চ ভেহিকেল দুটো ছোট স্যাটেলাইটের উৎক্ষেপণ করেছে। তাদের মধ্যে একটি হল Indian Institute of Space Science and Technology (IIST)- এর ছাত্রদের তৈরি INSPIREsat-1 স্যাটেলাইট। এটি তৈরি করার ক্ষেত্রে Boulder’s Laboratory of Atmospheric and Space Physics- এর সঙ্গে সংযুক্ত হয়েছিল IIST। আর একটি স্যাটেলাইট হল ISRO technology demonstrator satellite (INS-2TD), যা ভারত-ভুটান যৌথ স্যাটেলাইটের (INS-2B) অগ্রদূত। জানা গিয়েছে, এই দুই কো-প্যাসেঞ্জার স্যাটেলাইট নিয়ম অনুসারে সফলভাবেই পিএসএলভি লঞ্চ ভেহিকেল থেকে বিচ্ছিন্ন হয়েছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তাঁর দলকে এই মিশনের সফল সূচনার জন্য অভিবাদন জানিয়েছেন।
আরও পড়ুন- James Webb Telescope: জেমস ওয়েব টেলিস্কোপ থেকে তোলা প্রথম ছবি প্রকাশ করল নাসা, সঙ্গে একটি সেলফিও!