Hand of God: মহাকাশে দেখা দিল ‘ভগবানের হাত’! নাসার ছবি নিয়ে হৈচৈ নেটপাড়ায়

ওই সোনার কাঠামোটি একটি নীহারিকা। আর তার চারপাশে ধূলিকনা ছড়িয়ে রয়েছে। তারার বিস্ফোরণের কারণেই ছোট ছোট কণাগুলি অমন জমাট বেধে একসঙ্গে দেখাচ্ছে।

Hand of God: মহাকাশে দেখা দিল 'ভগবানের হাত'! নাসার ছবি নিয়ে হৈচৈ নেটপাড়ায়
হ্যান্ড অফ গড
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 1:03 PM

বিস্ময় ও আশ্চর্যে ভরপুর এই মহাকাশ। অতুলনীয় সৌন্দর্যে কখনও কখনও মুগ্ধ না হয়ে থাকতে পারি না। স্বর্গীয় অনুভূতি তো বটেই, কিছু কিছু মহাজাগতিক দৃশ্য মানবকূলকে অবাকও করে দেয়।

সম্প্রতি মহাকাশের এক বিস্ময় ছবি শেয়ার করেছে নাসা। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নানা মহাকাশের বিষয় ওও ছবি বা ভিডিয়ো শেয়ার করে এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি যে ছবি পোস্ট করা হয়েছে,তার ক্যাপশনে উল্লেখ করা হয়ছে হ্যান্ড অফ গড!

মহাকাশের গভীর নিকষ কালো রঙের পটভূমিতে একটি সোনালী রঙের রূপরেখা দেখা গিয়েছে, যেটি দেখলে চোখের সামনে একটি হাতের মতো দেখতে লাগবে বিস্ময়কর এই রূপরেখাকেই ভগবানের হাত বলে উল্লেখ করা হয়েছে। মনে হবে, একটি ফাঁকা জায়গা থেকে হাত একটি হাতের সদৃশ হাত বেড়িয়ে আসছে, মনে হবে কেউ একজন আর্শীবাদ করার জন্য হাতটি বাড়িয়ে দিয়েছেন। ছবিটি দেখলেই বুঝবেন মহাকাশেও কী আশ্চর্য সুন্দর ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নাসা ব্যাখ্যা করে বলেছে, ওই সোনার কাঠামোটি একটি নীহারিকা। আর তার চারপাশে ধূলিকনা ছড়িয়ে রয়েছে। তারার বিস্ফোরণের কারণেই ছোট ছোট কণাগুলি অমন জমাট বেধে একসঙ্গে দেখাচ্ছে। পালসার বাঁ দিকে ও পিছনে তারার বিস্ফোরণের কারণেই এমনটা দেখিয়েছে। PSR B1509-58 নামে পালসারটি পরিচিত। প্রায় ১৯ কিমি ব্যাসার্ধের এই পালসারটি প্রতি সেকেন্ডে ৭ বার ঘুরছে। পৃথিবী থেকে প্রায় ১৭ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই

Hand of God

হ্যান্ড অফ গড

নীহারিকাটি দেখে বিস্মিত নেটিজেনরাও।

ছবি দেখে অনেকেই কমেন্টে জানিয়েছেন., এটাকে বলা ভাল মিদাসের হাত! একজন ইউজার লিখেছেন রূপকথার এক রাজার কথা বলা হয়েছে, যাঁর স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: Fossil: সাড়ে ১১ কোটি বছর আগে আফ্রিকায় রাজ করত এই ‘অদ্ভূত’ ডায়নোসর! জীবাশ্ম দেখে অবাক বিজ্ঞানীরা