Fossil: সাড়ে ১১ কোটি বছর আগে আফ্রিকায় রাজ করত এই ‘অদ্ভূত’ ডায়নোসর! জীবাশ্ম দেখে অবাক বিজ্ঞানীরা
এই উদ্ভট চেহারার ডাইনসোর সম্পর্কে বিস্তারিত জানা গিয়েছে এবং বলা হয়েছে যে প্রাচীনতম পরিচিত অ্যাঙ্কাইলোসর আফ্রিকাতে পাওয়া গিয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে এটি সরীসৃপ সম্পর্কিত। এবং এমন বিচিত্র প্রাণীর আরও আকর্ষণীয় আবিষ্কার আফ্রিকায় করা যেতে পারে।
ডাইনোসররা লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে রাজ করেছিল তা সকলেরই জানা। কিন্তু নব্বইয়ের দশকের গোড়ার দিকে এঁদের সম্বন্ধে খুব কমই জানতেন বৈজ্ঞানিকরা। ডাইনোসরের জীবাশ্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এই প্রাগৈতিহাসিক সরীসৃপ সম্পর্কে আকর্ষণীয় বিবরণ এখনও আবিষ্কৃত হচ্ছে। এই জীবাশ্মগুলির মধ্যে একটি নয়া তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, তীক্ষ্ণ, সাঁজোয়া আকৃতির চামড়াযুক্ত একটি অদ্ভুত ডাইনোসর। যেটি প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে বাস করত। হিসেব করলে যা সাড়ে ১১ কোটিও বেশি বছর আগে বসা করা এই ডাইনোসরটিকে অ্যাঙ্কাইলোসর হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যেটি অতি পরিচিত স্টেগোসরাসের নিকটাত্মীয় বলে মনে করা হচ্ছে।
এখন পর্যন্ত, সীমিত জীবাশ্ম রেকর্ড গবেষকদের এই প্রাচীন প্রাণীর প্রকৃত পরিসর জানতে বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু তারা এখন খুঁজে পেয়েছেন যে অ্যাঙ্কাইলোসর সম্ভবত জুরাসিকের শেষ এবং ক্রিটিসিয়াসের প্রথম দিকে পৃথিবীর বিভিন্ন অংশে চড়ে বেড়িয়েছে। সম্প্রতি নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এই উদ্ভট চেহারার ডাইনসোর সম্পর্কে বিস্তারিত জানা গিয়েছে এবং বলা হয়েছে যে প্রাচীনতম পরিচিত অ্যাঙ্কাইলোসর আফ্রিকাতে পাওয়া গিয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে এটি সরীসৃপ সম্পর্কিত। এবং এমন বিচিত্র প্রাণীর আরও আকর্ষণীয় আবিষ্কার আফ্রিকায় করা যেতে পারে।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক লিড লেখক সুসান্না মেডমেন্ট সহ বিজ্ঞানীরা লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে NHMUK PV R37412 নামে একটি জীবাশ্ম বিশ্লেষণ করতে এক্স-রে প্রযুক্তি ব্যবহার করেছিলেন। চার সারি কাঁটাযুক্ত একটি পাঁজর ধারণকারী, মরক্কো থেকে উদ্ভূত প্রাণীর খোঁজ মিলেছে।
গবেষকরা বলেছেন যে জীবাশ্মটি মধ্য জুরাসিক যুগের (প্রায় ১৬৩–১৬৮ মিলিয়ন বছর আগে)। তাঁরা জানিয়েছেন যে অ্যাঙ্কাইলোসর একটি “উদ্ভট” বর্ম ছিল যা পশুর পাঁজরে এবং প্রস্থে সংযুক্ত ছিল। এটি অনন্য শারীরবৃত্ত যা এখন পর্যন্ত কোন মেরুদণ্ড-যুক্ত প্রাণীর মধ্যে দেখা যায়নি।
এটি অদ্ভুত কারণ প্রাণীদের মাংসপেশী রয়েছে যা পাঁজরের পৃষ্ঠ জুড়ে অবস্থিত। এই অ্যাঙ্কিলোসরের অবশ্য পেছনের অংশে পেশির আলাদা ব্যবস্থা ছিল বলে জানানো হয়েছে।