Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Book-Shaped Rock: মঙ্গল গ্রহে ‘বই’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, ছবি দেখে তাজ্জব বিশ্ববাসী, আপনি দেখলেন?

Latest Science News: কখনও কোনও গ্রহে প্রাণের সন্ধান করা থেকে শুরু করে অসংখ্য উপগ্রহ খুঁজে বের করা, সব কিছুকেই ধীরে ধীরে আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। সেই মতোই তাদের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে তারা মঙ্গল গ্রহে নতুন একটি জিনিসের সন্ধার পেয়েছেন।

Book-Shaped Rock: মঙ্গল গ্রহে 'বই' খুঁজে পেলেন বিজ্ঞানীরা, ছবি দেখে তাজ্জব বিশ্ববাসী, আপনি দেখলেন?
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 4:32 PM

NASA News: বিজ্ঞানীরা প্রতিনিয়ত পৃথিবী বা পৃথিবীর বাইরে অন্য গ্রহে কিছু না কিছু আবিষ্কার করেই চলেছেন। অর্থাৎ একের পর এক চমক পাচ্ছে বিশ্ববাসী। প্রযুক্তি যে কতটা উন্নত হয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা থাকে না। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নাসার বিজ্ঞানীরা এমন একটি জিনিস আবিষ্কার করেছেন, যা দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কখনও কোনও গ্রহে প্রাণের সন্ধান করা থেকে শুরু করে অসংখ্য উপগ্রহ খুঁজে বের করা, সব কিছুকেই ধীরে ধীরে আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। সেই মতোই তাদের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে তারা মঙ্গল গ্রহে নতুন একটি জিনিসের সন্ধার পেয়েছেন। তাদের এই নতুন আবিষ্কারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

আপনার এক ঝলকে একটি বই বলে মনে হবে। এমন মনে হওয়াটা অসম্ভব কিছ না। তাই বলে কি এটা সত্যিই কোনও বই? বিজ্ঞানীরা কি তবে মঙ্গল গ্রহে বইয়ের সন্ধান পেলেন? এই সব বিষয়ে কী বলছেন বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা জানাচ্ছেন, তারা একটি শিলার সন্ধান পেয়েছেন। আর সেই শিলাটিকেই এক ঝলকে বইয়ের মতো লাগছে। তাঁরাও প্রথমে দেখে অবিকল একটি খোলা বই বলে মনে করেছিলেন। তারপরেই তাদের মনেও অনেক প্রশ্ন বাসা বাঁধে। কিন্ত আদতে সেই শিলা কোথা থেকে এল তা নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা করেন বিজ্ঞানীরা। গবেষণায় এখনও তেমন কোনও ফলাফল সামনে আসেনি। তবে সেই শিলার ছবি ‘@MarsCuriosity’ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

ছবিটি শেয়ার করার পর থেকেই নতুন এক চমক পেয়েছে বিশ্ববাসী। অধিকাংশ নেটিজ়েনের চোখ কপালে উঠেছে। শিলাটি বইয়ের মতো আকৃতি হওয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পোস্টে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এটা খুবই আশ্চর্যজনক। দেখতে হুবহু একটি খোলা বই মতো। ভাল করে না দেখলে মনে হবে, বইটি বছরের পর বছর খোলা পড়ে ধুলো জমে আছে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এমন একটি আবিষ্কারের পর বিজ্ঞানীদের মঙ্গল গ্রহ নিয়ে আরও অনেক গবেষণা করা উচিত। এতে তারা আরও অনেক নতুন নতুন জিনিসের সন্ধান পেলেও পেতে পারেন।”