Perseid meteor shower 2021: কখন এবং কোথায় দেখা যাবে এই উল্কাবৃষ্টি?

আগামী ১১, ১২ এবং ১৩ অগস্ট রাতে উত্তর গোলার্ধের বাসিন্দারা এই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকার সুযোগ পাবেন। খালি চোখেই নাকি দেখা যাবে উল্কাবৃষ্টি। এমনটাই জানা গিয়েছে।

Perseid meteor shower 2021: কখন এবং কোথায় দেখা যাবে এই উল্কাবৃষ্টি?
উল্কাবৃষ্টি- ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 3:26 PM

উল্কাবৃষ্টি, বিভিন্ন মহাজাগতিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আকর্ষণীয় বিষয়। চলতি বছরও তিনদিন ধরে দেখা যাবে Perseid মেটিওর শাওয়ার বা উল্কাবৃষ্টি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ১১, ১২ এবং ১৩ অগস্ট রাতে উত্তর গোলার্ধের বাসিন্দারা এই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকার সুযোগ পাবেন। খালি চোখেই নাকি দেখা যাবে উল্কাবৃষ্টি। এমনটাই জানা গিয়েছে। ১৫ থেকে ২০০টি উল্কা একসঙ্গে ধেয়ে আসতে পারে। আচমকা এই উল্কাবৃষ্টি যে মহাকাশের অন্যতম উজ্জ্বল বা ব্রাইটেস্ট ইভেন্ট হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই এই উল্কাবৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

রাতের আকাশে জ্বলজ্বল করে এই উল্কারা। প্রতি বছরই মেটিওর শাওয়ারের সময় একটা dusty trail বা ধূলিকণা মিশ্রিত ল্যাজের মতো দেখতে অংশ বা পথ ছেড়ে যায় এইসব উল্কারা। পৃথিবী যখন এই সময় উল্কার ডেব্রিস ফিল্ড বা ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে যায় তখন এই ডাস্টি টেল পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, Perseids আসে ধূমকেতুর অবশিষ্ট অংশ এবং ভাঙা গ্রহাণুর অংশ থেকে।

কখন দেখা যাবে এই উল্কাবৃষ্টি?

জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা অনুসারে জানা গিয়েছে, আগামী ১১, ১২ এবং ১৩ অগস্ট প্রচুর পরিমাণে উল্কাবৃষ্টি বা গ্রেটেস্ট নাম্বার অফ মেটিওর শাওয়ার দেখা যাবে। মধ্যরাত আর সূর্যোদয়ের মাঝামাঝি সময় হল এই উল্কাপাত বা উল্কাবৃষ্টি দেখার আদর্শ সময়। Earthsky.org ওয়েবসাইট জানিয়েছে, পিক অফ দ্য ইভেন্টের সময় ঘণ্টায় ৬০টি পর্যন্ত উল্কাও ধেয়ে আসতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৩ অগস্টের পরেও আরও ১০ দিন এই সমস্ত উল্কা এবং তাদের ট্রেল বা গতিপথের আভা দেখা যাবে আকাশে। মূলত, মধ্যরাত আর সূর্যোদয়ের মাঝামাঝি সময়েই এই মেটিওর ট্রেল লক্ষ্য করা যাবে। অন্যদিকে, মার্কিন স্পেস এজেন্সি নাসা আবার জানিয়েছে, ১২ অগস্ট সূর্যোদয়ের আগে সবচেয়ে ভালভাবে উল্কাবৃষ্টি দেখতে পাওয়া যাবে। এই মেটিওর শাওয়ার ইভেন্ট শুরুর এক সপ্তাহ আগে-পরে পর্যন্তও আকাশে উল্কাগুলি দেখা সম্ভব।

আরও পড়ুন- ব্ল্যাক হোলের নতুন বিস্ময়! কৃষ্ণ গহ্বরের চারপাশে আটটি ‘concentric rings’- এর হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা