Asia’s Tallest Tree: তিব্বতে মিলল এশিয়ার সবথেকে উঁচু গাছ, বিশ্বের সর্বোচ্চ গাছ কোথায় আছে জানেন?

World Tallest Tree: চিনের সরকারি প্রকাশনা পিপলস ডেইলি অনলাইন জানিয়েছে, গাছটির ব্যাস প্রায় 2.9 মিটার। সেই অনুযায়ী গাছটি ঠিক কতটা চওড়া তা আপনি এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন।

Asia's Tallest Tree: তিব্বতে মিলল এশিয়ার সবথেকে উঁচু গাছ, বিশ্বের সর্বোচ্চ গাছ কোথায় আছে জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 10:05 AM

Asia’s Highest Tree: প্রায় প্রতিদিনই বহুতল বাড়ির জন্য বহু সংখ্যক গাছ কাটা হচ্ছে। দিনের পর দিন পরিবেশের এমন ভয়াবহ অবস্থা দেখেও মানুষ উন্নতির পথে এগতে ব্যস্ত। বন, জঙ্গল সাফ করে সেখানে উঠছে বিরাট সব অট্টালিকা। পশুদের থেকে আশ্রয়স্থল কেড়ে নিয়ে, মানুষ নিজের মাথার উপর ছাদ গড়ছে। গাছকে কেন্দ্র করে অনেক অজানা তথ্য আছে, যা বহু মানুষই জানেন না। তেমনই একটি আশ্চর্যজনক গাছের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এশিয়ার সবচেয়ে উঁচু গাছের সন্ধান পাওয়া গিয়েছে তিব্বতে। এটি একটি সাইপ্রেস গাছ, যাকে বলা হয়েছে বিশ্বের উচ্চতম গাছ। এই গাছের উচ্চতা স্ট্যাচু অফ লিবার্টির থেকেও বেশি। পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকের দল, নাইংচি শহরের বম কাউন্টির বনাঞ্চলে এই গাছটিকে খুঁজে পেয়েছেন। এই সাইপ্রাস গাছটি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। চিনা মিডিয়ার মতে, এটি হিমালয়ান সাইপ্রেস বা তিব্বত সাইপ্রেস প্রজাতির হতে পারে।

গাছের উচ্চতা কত?

পিকিং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে , এই সাইপ্রেস গাছের উচ্চতা 102.3 মিটার। সেই তুলনায় স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা 93 মিটার। চিনের সরকারি প্রকাশনা পিপলস ডেইলি অনলাইন জানিয়েছে, গাছটির ব্যাস প্রায় 2.9 মিটার। সেই অনুযায়ী গাছটি ঠিক কতটা চওড়া তা আপনি এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন।

কীভাবে করা হয় এই গবেষণা?

2022 থেকে এই কাজে নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। 2022 সালের মে মাসে, তিনি দক্ষিণ-পশ্চিম চিনে একটি 83 মিটার উচ্চ পাইন গাছ আবিষ্কার করেছিলেন। দলটি ভেবেছিল এটি চিনের সবচেয়ে লম্বা গাছ। কিন্তু এমনটা হল না। গবেষণা করতে করতে অবশেষে গবেষক দল সাইপ্রেস গাছের কাছে পৌঁছায়। গাছের উচ্চতা নির্ণয়ের জন্য ড্রোন, লেজারসহ রাডার ব্যবহার করা হয়েছে। আর তারপরেই দেখা গিয়েছে পাইন গাছটিকে পিছনে ফেলে এগিয়ে এসেছে একটি সাইপ্রেস গাছ।

দলটি সাইপ্রাস গাছের একটি 3D মডেল প্রস্তুত করেছে। তারপরেই তারা নিশ্চিত করেন যে, 102.3 মিটার উচ্চ সাইপ্রেস গাছটি এশিয়ার সবচেয়ে লম্বা গাছ। এর আগে তামগা মালয়েশিয়ার দানাম উপত্যকার একটি গাছের নাম ছিল। তার উচ্চতা 101 মিটার।

পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের কথা অনেকেই জানেন না। এটি আমেরিকায় রয়েছে। গাছটির নাম কোস্টাল রেডউড। এটি হল ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত একটি 116 মিটার লম্বা গাছ। এই গাছের বয়স 600 থেকে 800 বছর। গাছটি 2006 সালে আবিষ্কৃত হয়েছিল। 2022 থেকে কোনও লোকজনকে এই গাছের কাছে যেতে দেওয়া হচ্ছে না, কারণ তারা গাছের চারিদিকে আবর্জনা ফেলছিল। সেই দূষণ বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।