AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doodle For Google: শিশুদিবসে গুগল কলকাতাময়! ‘ডুডল আঁকো’ প্রতিযোগিতায় প্রথম শহরের বঙ্গতনয়

Kolkata News: 2022 সালের 'ডুডল ফর গুগল' প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চলতি বছরে ভারত থেকে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কলকাতার শ্লোক মুখোপাধ্যায়।

Doodle For Google: শিশুদিবসে গুগল কলকাতাময়! 'ডুডল আঁকো' প্রতিযোগিতায় প্রথম শহরের বঙ্গতনয়
গুগলের ডুডল আঁকো প্রতিযোগিতায় প্রথম কলকাতার শ্লোক। ছবি: গুগল।Image Credit: Google
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 3:42 PM
Share

Shlok Mukherjee: 2022 সালের ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চলতি বছরে ভারত থেকে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কলকাতার শ্লোক মুখোপাধ্যায়। অনুপ্রেরণামূলক ডুডল তৈরি করে এই পুরস্কারটি জিতে নিয়েছেন শ্লোক। তিনি যে ডুডলটি তৈরি করেছেন, তার শিরোনাম ‘কেন্দ্রের মঞ্চে ভারত’ (India On The Center Stage)। শ্লোকের সেই ডুডলটি 14 নভেম্বর, সোমবার Google.co.in-এ ফিচারও করা হয়েছে।

নিজের এই অসামান্য ডুডলটি শেয়ার করে শ্লোক লিখছেন, “আগামী 25 বছরে ভারতের বিজ্ঞানীরা মানবতার উন্নতির স্বার্থে তাঁদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। পৃথিবী থেকে ভারত, মহাকাশে নিয়মিত আন্তঃমহাকাশ ভ্রমণ করবে। পাশাপাশি ভারতে যোগা ও আয়ুর্বেদও ব্যাপক উন্নতি করবে এবং আগামী বছরগুলিতে তা আরও শক্তিশালী হবে।”

চলতি বছরে এই প্রতিযোগিতায় ভারতের 100 শহরে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনের পড়ুয়াদের মোট 115,000 এন্ট্রি গৃহীত হয়েছিল। প্রতিযোগিতার বিচারকের প্যানেলে ছিলেন চিত্রপরিচালক, প্রযোজক এবং অভিনেতা নীনা গুপ্তা, টিঙ্কল কমিক্সের এডিটর ইন চিফ কুরাইয়াকোজ় ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটর স্লেপয়েন্ট এবং আর্টিস্ট ও উদ্যোগপতি আলিকা ভাট ও তার সঙ্গে সমগ্র গুগল ডুডল টিম। এই প্রতিযোগিতা সম্পর্কে বিচারকমণ্ডলীর বক্তব্য, “পরবর্তী 25 বছরে আমার দেশ…”

গুগল ডুডল পেজে এ বিষয়ে বলা হচ্ছে, “যতগুলি এন্ট্রি এসেছে, সেগুলির সবকটিতেই পড়ুয়াদের সৃজনশীলতা এবং কল্পনাশক্তি দেখে আমরা বিস্মিত হয়েছিলাম। খুব আনন্দিতও হয়েছিলাম এটা ভেবে যে, প্রযুক্তির অগ্রগতি এবং স্থায়িত্ব অনেক ডুডলের সাধারণ থিম হিসেবে আবির্ভূত হয়েছে।”

খুব স্বাভাবিক ভাবেই দেশজুড়ে এত এন্ট্রির মধ্যে 20 জন ফাইনালিস্টকে বেছে নেওয়ার কাজটি যথেষ্ট কঠিন ছিল বিচারকদের কাছে। এন্ট্রিগুলির মধ্যে থেকে চূড়ান্ত তালিকাগুলি বেছে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল শৈল্পিক যোগ্যতা, সৃজনশীলতা, প্রতিযোগিতার থিমের সঙ্গে সারিবদ্ধতা এবং পদ্ধতির অনন্যতা ও অভিনবত্বের মাপকাঠিতে এন্ট্রি মূল্যায়ন করা। সেখান থেকে 20টি চূড়ান্ত ডুডল জনসাধারণের ভোট দেওয়ার জন্য অনলাইনে প্রদর্শিত হয়েছিল।

সমগ্র দেশ থেকে এত এন্ট্রির মাঝে একজন বিজয়ীর পাশাপাশি চারটি গ্রুপও বিজয়ী হিসেবে উঠে আসে। প্রসঙ্গত, গুগল তার এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ডুডল ক্রিয়েটিভিটি এবং তরুণদের কল্পনাশক্তিকে একটি প্ল্যাটফর্ম দিয়ে উদযাপন করতে চায়।