AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Truecaller New Plan: 132 টাকায় ‘ট্রু’ নিরাপত্তা, পাবেন কীভাবে?

Truecaller Latest Plan: ফ্যামিলি প্ল্যানের মাসিক এবং বার্ষিক মেম্বারশিপ নিতে হলে আপনাকে যথাক্রমে 132 টাকা এবং 925 টাকা খরচ করতে হবে। এই ন্যূনতম খরচায় একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে কোনও পরিবারের পাঁচজন সদস্য এই বিপুল সুবিধা লাভের সুযোগ পাবেন।

Truecaller New Plan: 132 টাকায় 'ট্রু' নিরাপত্তা, পাবেন কীভাবে?
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 10:11 PM
Share

Truecaller Premium Family Plan: জনপ্রিয় সুইডিশ কলার আইডি অ্যাপ্লিকেশন Truecaller, সম্প্রতি একটি ফ্যামিলি প্ল্যান (Family Plan) লঞ্চ করেছে। আপনার পরিচিত কলার আইডি বা স্প্যাম কলার-এর এই ফিল্টারিং অ্যাপটিই Truecaller-নামে পরিচিত। বিশ্বে এটি খুবই জনপ্রিয় অ্যাপ। কোনও অজানা নম্বর থেকে ফোন এলে কলটি কে করছেন, তা এই অ্যাপের সাহায্যে অতি অনায়াসে জেনে ফেলা যায়। তাই ভুয়ো কলের হাত থেকে রেহাই পেতে বর্তমান সময়ে বিপুল সংখ্যক মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। Truecaller-এর মতে, নতুন ফ্যামিলি প্ল্যান সাবস্ক্রিপশনটি তৈরি করা হয়েছে, সাবস্ক্রিপশন পরিষেবার জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য় এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রিমিয়াম অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য।

অ্যাডভান্স স্প্যাম সিকিউরিটি সহ আরও নানান অ্যাক্সেস পাবেন এই Truecaller সাবস্ক্রিপশনের মধ্যে। কে আপনার Truecaller প্রোফাইলটি ভিসিট করেছে তা জানতে পারবেন, এছাড়াও একটি প্রিমিয়াম ব্যাজ পাবেন এবং বিজ্ঞাপন ছাড়াই ফিচারগুলি অ্যাক্সেস করতে সক্ষম হবেন।

Truecaller

কলার আইডি অ্যাপটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই মুহূর্তে ট্রুকলার প্রিমিয়াম (Truecaller Premium) সার্ভিসের নাগাল পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল এই ফ্যামিলি প্ল্যান। এই ফ্যামিলি প্ল্যানের মাসিক এবং বার্ষিক মেম্বারশিপ নিতে হলে আপনাকে যথাক্রমে 132 টাকা এবং 925 টাকা খরচ করতে হবে। এই ন্যূনতম খরচায় একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে কোনও পরিবারের পাঁচজন সদস্য এই বিপুল সুবিধা লাভের সুযোগ পাবেন। অর্থাৎ এই সাবস্ক্রিপশনটি মোট পাঁচ জন ইউজারকে শেয়ার করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাদে, এই ফ্যামিলি প্ল্যানটি, বর্তমানে সারা বিশ্ব জুড়ে অ্যান্ড্রয়েড (Android) ফোনের জন্য অ্যাক্সেসযোগ্য করা হয়েছে। তবে আইওএস (iOS) ইউজাররা কবে এই সার্ভিস ব্যবহারের সুযোগ পাবেন, সে সম্পর্কে এই মুহূর্তে সংস্থার তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভিতরেই অতি অনায়াসে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের ফোন নম্বরের অ্যাক্সেস পাবেন। এই ডিজিটাল গভর্নমেন্ট ডিরেক্টরিতে (digital government directory) ২৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হেল্পলাইন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু জায়গার সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া যাবে। ফলে যে-কোনও জরুরি প্রয়োজনে ব্যবহারকারীরা খুব সহজেই এই ফোন নম্বরগুলিকে কাজে লাগাতে পারবেন।