AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সবথেকে সস্তার Vi One প্ল্যান, রোজ 2GB ডেটা আর OTT-র ছড়াছড়ি

Vi One 2192 Plan DETAILS: ভোডাফোন আইডিয়ার এই Vi One প্ল্যানে গ্রাহকদের একটি প্রিপেড কানেকশন অফার করা হয়। আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100টা করে SMS-এর মতো চিত্তাকর্ষক বেশ কিছু অফার থাকে। প্ল্যানটিতে ইউ ব্রডব্যান্ডের সার্ভিস অফার করা হয় কাস্টমারদের। 40 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা অফার করা হয়।

সবথেকে সস্তার Vi One প্ল্যান, রোজ 2GB ডেটা আর OTT-র ছড়াছড়ি
দুর্দান্ত ভোডাফোন প্ল্যান...
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 5:44 PM
Share

Vodafone Idea কয়েক দিন আগেই তার Vi One বান্ডলড্ পরিষেবা নিয়ে হাজির হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা সিঙ্গেল চার্জ ও একটাই মাত্র বিলে নানাবিধ সার্ভিস উপভোগ করতে পারবেন। এখনও পর্যন্ত এই Vi One সার্ভিসে ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা চারটি বান্ডলড্ প্ল্যান ব্যবহার করতে পারেন। সবথেকে সস্তার প্ল্যানের জন্য কাস্টমারদের 2,192 টাকা খরচ করতে হয় এবং সবথেকে দামি প্ল্যানের দাম 12,149 টাকা। আজ আমরা সবথেকে সস্তার Vi One Plan সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব। এই প্ল্যানে গ্রাহকদের ফাইবার ব্রডব্যান্ড, প্রিপেড মোবাইল এবং ওটিটির সুবিধা দেওয়া হয়।

2,192 টাকার Vi One প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই Vi One প্ল্যানে গ্রাহকদের একটি প্রিপেড কানেকশন অফার করা হয়। আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100টা করে SMS-এর মতো চিত্তাকর্ষক বেশ কিছু অফার থাকে। প্ল্যানটিতে ইউ ব্রডব্যান্ডের সার্ভিস অফার করা হয় কাস্টমারদের। 40 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা অফার করা হয়। ওটিটি বেনিফিটের মধ্যে থাকে ডিজ়নি প্লাস হটস্টার, সনিLIV, Vi মুভিজ় অ্যান্ড টিভি এবং ZEE5 প্রিমিয়াম। এই সমস্ত সাবস্ক্রিপশন অফারগুলি গ্রাহকদের 90 দিনের জন্য অফার করা হয়।

অফারের এখানেই শেষ নয়। প্রিপেড প্ল্যানটিতে গ্রাহকরা উইকেন্ড ডেটা রোলওভার এবং বিঞ্জ অল নাইট অফারও পেয়ে যাবেন। উইকেন্ড ডেটা রোলওভার অর্থে, সারা সপ্তাহে অর্থাৎ উইক ডেগুলিতে যে পরিমাণ ডেটা আপনি ব্যবহার করতে পারেননি, সেটাই আবার উইকেন্ডের সময় আপনাকে অফার করা হয়। আবার বিঞ্জ অল নাইট অফারে কাস্টমাররা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন।

কোম্পানি এই বান্ডলড্ অফারে কাস্টমারদের আরও বেশ কিছু প্ল্যান অফার করে। মোট দুটি ক্যাটেগরির প্ল্যান থাকে- তাদের ভ্যালিডিটি যথাক্রমে 90 দিন ও 365 দিন। এদের মধ্যে 90 দিনের প্ল্যানগুলির খরচ কম, 365 দিন বা এক বছরের প্ল্যানের খরচ বেশি।