Vodafone-Idea এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল, হঠাৎ সিদ্ধান্তে জেরবার গ্রাহকরা
Vodafone Idea Recent Plans: তথ্য অনুযায়ী, কোম্পানিটি বর্তমানে এই রিচার্জ প্ল্যানটি তার পোর্টফোলিও থেকে সরিয়ে দিয়েছে। কোম্পানির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ উভয় থেকেও প্ল্যানটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কেন?

Vodafone-Idea Plan: বর্তমানে টেলিকম কোম্পানিগুলি কে কার থেকে বেশি এগিয়ে থাকতে পারে, সেই প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছে। আর তার ফলে কোনও কোম্পানি রিচার্জে বিরাট ছাড় দিচ্ছে, আবার কোনও কোম্পানি OTT প্ল্যাটফর্মের সুবিধা দিচ্ছে। এই সব কিছুর মধ্য়ে Vodafone-Idea সম্প্রতি বাজারে তার 549 টাকার একটি দারুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। যাতে আরও বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করা যায় এই প্ল্যানে সামিল হওয়ার জন্য। এই রিচার্জ প্ল্যানটি 180 দিনের বৈধতার সঙ্গে লঞ্চ করা হয়েছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি বর্তমানে এই রিচার্জ প্ল্যানটি তার পোর্টফোলিও থেকে সরিয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ উভয় থেকেও প্ল্যানটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কেন?
Vodafone-Idea এই প্রিপেইড প্ল্যানটি সরানোর পিছনে কোনও কারণ জানায়নি। তবে এই সিদ্ধান্ত নিয়ে অনেক কিছুই সামনে আসছে। 549 টাকার প্রিপেড প্ল্যানটি 180 দিনের বৈধতায় 549 টাকার টকটাইম অফার করে। এতে ব্যবহারকারীদের কোনও OTT সুবিধা, ফ্রি SMS, আনলিমিটেড কলিং বা ডেটা অফার দেওয়া হয়নি। এই জিনিসটিকেও রিচার্জ প্ল্যান বন্ধ করার কারণ হিসেবে মনে করা হচ্ছে।
VI-এর এই নতুন রিচার্জ প্ল্যানটি কী?
Vi-এর 549 টাকার প্রিপেড প্ল্যান বর্তমানে সারা দেশের গ্রাহকদের জন্য আনা হয়েছে। প্ল্যানের বিশেষত্ব হল এর বৈধতা। এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা কম দামে অনেক দিনের বৈধতা চান। তবে এমন অনেকেই আছেন, যাদের ডেটার প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে এই প্ল্যানটি উপযুক্ত। এতে আপনি কোনও আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন না। প্রতি মিনিট অন্তর আপনার কলটি টাকা টাকবে। এতে মাত্র 1 জিবি ডেটা রয়েছে।
Vodafone Idea 549 টাকার প্ল্যান:
Vodafone Idea-এর 549 টাকার প্ল্যানটিতে 180 দিনের পরিষেবা পেয়ে যাবেন। এই প্ল্যানে মোট 1GB ডেটা পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ডেটা পেতে, আপনাকে ডেটা ভাউচারের জন্য মেম্বারশিপ নিতে হবে। জাতীয় এবং স্থানীয় কলের জন্য 2.5 পয়সা/সেকেন্ড হারে চার্জ করা হবে। প্ল্যানে আপনি 549 টাকার টকটাইম পাবেন।
