AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vodafone Idea-র নতুন প্ল্যান, 365 দিন রোজ 2.33GB করে ডেটা, খরচ কত?

Vodafone Idea Rs 2999 Plan Details: নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Vi। প্ল্যানটির বৈধতা 365 দিন বা এক বছর। এই সমগ্র ভ্যালিডিটি পিরিওডে গ্রাহকরা মোট 850GB ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।

Vodafone Idea-র নতুন প্ল্যান, 365 দিন রোজ 2.33GB করে ডেটা, খরচ কত?
এক বার রিচার্জ, এক বছর নিশ্চিন্তে।
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 5:48 PM
Share

Vi New Plan: সাম্প্রতিক অতীতে ইউজ়ার সংখ্যায় ব্যাপক পতন লক্ষ্য করেছে Vodafone Idea। তার একাধিক কারণ থাকলেও সবথেকে বড় কারণটি হল 5G চালু করতে Jio এবং Airtel এর জোরদার প্রতিযোগিতা। তাই, পুরনো কাস্টমারদের ফেরাতে এবং যাঁরা এখনও Vi সিম ব্যবহার করেন, তাঁদের জন্য বেসরকারি টেলিকম সংস্থাটি তার প্রিপেড প্ল্যানগুলি রিভাইস করছে। কখনও অতিরিক্ত ডেটা জুড়ে দিয়ে, কখনও আবার অতিরিক্ত আরও কিছু সুবিধা দিচ্ছে ভোডাফোন আইডিয়া। পাশাপাশি বেশ কিছু পোস্টপেড এবং প্রিপেড প্ল্যানের খরচেও কাঁচি চালিয়েছে সংস্থাটি। কয়েকদিন আগেই Vodafone Idea কয়েকটি ভিন্ন রেঞ্জের পোস্টপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। এবার সংস্থা একটি নতুন পোস্টপেড প্ল্যান লঞ্চ করল। 2,999 টাকার সেই নতুন Vi Plan-এ আনলিমিটেড বেনিফিট পাবেন গ্রাহকরা।

টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, 2,999 টাকার এই নতুন Vi রিচার্জ প্ল্যানটি এক বছরের জন্য বৈধ। গ্রাহকরা এই প্ল্যানে সব মিলিয়ে 850GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 365 দিনের জন্য অ্যাডেড Vi বেনিফিটস পেয়ে যাবেন।

Vodafone Idea-র 2,999 টাকার প্ল্যান

নতুন ভোডাফোন আইডিয়া প্ল্যানে গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সব মিলিয়ে এই প্ল্যানে 850GB বাল্ক ডেটার অফার পাওয়া যাবে। রয়েছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার, যার মধ্যে লোকাল বা STD দুরকম কলিংয়ের সুবিধাই থাকছে।

এই প্ল্যানে 850GB ডেটা ব্যবহার করে ফেললেই পরবর্তী প্রতি MB-র জন্য গ্রাহকদের কাছে 50 পয়সা চার্জ করা হবে। অন্য দিকে আবার 100 SMS লিমিট শেষ করে ফেললেই গ্রাহকদের লোকাল SMS-এর জন্য 1 টাকা এবং STD SMS-এর জন্য 1.5 টাকা করে চার্জ করা হবে।

প্রতি মাসের হিসেব অনুযায়ী যদি Vi 2,999 টাকার বার্ষিক প্ল্যানটিকে ধরা হয়, তাহলে 28 দিনের জন্য গ্রাহকদের খরচ করতে হচ্ছে 230 টাকা করে। ডেটার হিসেব কষলে এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2.33GB করে হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত Vi Movies And TV-র ফ্রি অ্যাক্সেস।

এদিকে এরকমই প্রাইস রেঞ্জ এবং 365 দিন বৈধতার আরও দুটি রিচার্জ প্যাক রয়েছে Vodafone Idea-র কাছে। সেই প্ল্যান দুটির জন্য ব্যবহারকারীদের যথাক্রমে 2,899 টাকা এবং 3,099 টাকা খরচ করতে হয়। তাদের মধ্যে 2,899 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে ডেটা পেয়ে যাবেন এবং 3,099 টাকা প্ল্যানে প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন।