AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Yamaha FZ-X, দেখে নিন এই বাইকের সম্ভাব্য ফিচার

মনে করা হচ্ছে, হয়তো চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হবে ইয়ামাহার নতুন বাইক FZ-X। তার আগে নিশ্চয় বাইকের অন্যান্য ফিচার এবং দাম সম্পর্কে তথ্য জানা যাবে। 

খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Yamaha FZ-X, দেখে নিন এই বাইকের সম্ভাব্য ফিচার
এই বাইকের বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি।
| Updated on: Apr 18, 2021 | 7:24 PM
Share

ইয়ামাহা মোটর ইন্ডিয়া তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে ভারতে। এই ‘সামার সিজন’- এ বিশ্বের বাজারে আসবে ইয়ামাহা- র নতুন স্পোর্টি লুকের বাইক। ভারতেও খুব দ্রুত লঞ্চ হবে Yamaha FZ-X। সম্প্রতি নেট দুনিয়ায় তেমনই তথ্য প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ইয়ামাহার নতুন বাইক ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু সরকারি নথিও প্রকাশ হয়েছে। আর তা দেখেই অনুমান করা হয়েছে, ভারতে এই বাইকের লঞ্চ হতে বেশি দেরি নেই।

২০২০ সালের ডিসেম্বর মাসে বাইকের মডেলের নাম FZ-X- এর জন্য রেজিস্ট্রেশন করিয়েছিল ইয়ামাহা সংস্থা। তখন শোনা গিয়েছিল FZ সিরিজের অ্যাডভেঞ্চার বাইকের জন্য FZ-X নাম ঠিক করা হয়েছে। তবে ইয়ামাহার নতুন বাইক অ্যাডভেঞ্চারাস হবে নাকি স্পোর্টি হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এর মধ্যে ২০২১ সালে মার্চ মাসে ভারতের রাস্তায় আবার ইয়ামাহার নতুন বাইকের টেস্ট ড্রাইভ দেখা গিয়েছে। তবে এই বাইক আর FZ-X মডেল একই কিনা, তা কিন্তু জানা যায়নি।

ইয়ামাহার নতুন বাইকের সম্ভাব্য ফিচার

১। এই বাইকে থাকতে পারে ১৪৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন ১২.৪ bhp এবং ৭২৫০ rpm- এ সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। এছাড়াও এই বাইকে হয়তো থাকতে পারে ৫ স্পিড ইউনিটের ট্রান্সমিশন অপশন।

২। ইয়ামাহার নতুন বাইক লম্বার ২০২০ মিলিমিটার এবং চওড়ায় ৭৮৫ মিলিমিটার আর উচ্চতায় ১১১৫ মিলিমিটার হতে পারে। তবে বাইকের বডির ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এবং আধুনিকতা থাকবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- ভারতীয় বায়ু সেনাবাহিনীতে পৌঁছে গিয়েছে নতুন লাইট বুলেটপ্রুফ ভেহিকেল, সৌজন্যে অশোক লেল্যান্ড

৩। এই বাইকের মডেলে হুইলবেস ‘আইডেন্টিকাল’ মাপে অর্থাৎ ১৩৩০ মিলিমিটার থাকবে বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে, হয়তো চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হবে ইয়ামাহার নতুন বাইক FZ-X। তার আগে নিশ্চয় বাইকের অন্যান্য ফিচার এবং দাম সম্পর্কে তথ্য জানা যাবে।