ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউডের সফলতম অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করেছেন ওড়িয়া এবং হিন্দি সিনেমাতেও। ওড়িয়া ছবিতেই ডেবিউ করেছিলেন ঋতুপর্ণা। বিজয় মোহান্তির সেই ছবির নাম ছিল ‘কোটিয়া মানিশ গোটিয়ে জাগা’। এরপর প্রভাত রায়ের ‘শ্বেত পাথরের থালা’ সিনেমায় ছেলের প্রেমিকার চরিত্রে ছবিতে ঋতুপর্ণাকে কাস্ট করার কথা বলেন অপর্ণা সেন। সেই সময় তিনি আধুনিক ইতিহাসে স্পেশালাইজেশন-সহ এমএ প্রথম বর্ষের ছাত্রী। ছবির সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ঋতুপর্ণাকে। ১৯৯৪ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নাগ পঞ্চমী’ এবং চিরঞ্জিত চক্রবর্তীর বিপরীতে ‘লাল পান বিবি’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা। তবে অবাক-কথা, সিনেমার পর্দায় আত্মপ্রকাশের অনেক আগে ছোটপর্দায় নিজের অভিনয় দেখিয়েছিলেন টলি-কুইন। ডিডি বাংলায় ‘শ্বেত কপোট’-এ অভিনেতা কুশল চক্রবর্তীর বিপরীতে প্রথম কাস্ট করা হয় ঋতুপর্ণাকে। তাঁর কেরিয়ারে যেমন ‘পারমিতার একদিন’, ‘দহন’ এসেছে, তেমনই এসেছে ‘মধু মালতী’, ‘বাবা কেন চাকর’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। বলিউডে তিনি হেমা মালিনীর সঙ্গে ‘মোহিনী’ নামের একটি টেলিফিল্মেও অভিনয় করেন। বাংলাদেশের ছবিতে অভিনয় করে সেখানেও সুনাম অর্জন করেছেন ঋতুপর্ণা। একবার জাতীয় পুরস্কার, দু’বার ফিল্মফেয়ারে ভূষিত হয়েছেন ঋতুপর্ণা। নিজস্ব প্রযোজনা সংস্থাও আছে তাঁর। কেবল পর্দায় অভিনয় নয়, মঞ্চেও পারফর্ম করেছেন ঋতুপর্ণা। বিভিন্ন নৃত্যনাট্য এবং সেই সঙ্গে আধুনিক ভাবনায় তৈরি নৃত্যনাট্যতেও পারফর্ম করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে কলকাতা, মুম্বই দু’জায়গাতেই কাজ করছেন ঋতুপর্ণা। সংসার তাঁর সিঙ্গাপুরে। সংসার, সন্তান এবং কাজ সবটা সামলে নিজেকে বারবারই দশভূজা হিসেবে প্রমাণ করেন এই টলিকুইন।

Read More

Rituparna-Ferdous: ফের কাছাকাছি ঋতুপর্ণা-ফিরদৌস! ঋতুকে রাজনীতিতে আসার ডাক ফিরদৌসের

আমেরিকার নিউইয়র্কে এ বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই উৎসবের ঘোষণা শনিবার হয়েছে ঢাকায়। সেখানেই উপস্থিত ছিলেন ঋতুপর্ণা এবং ফিরদৌস। বাংলা সিনে ইন্ড্রাস্ট্রির এই জুটিকে অনেক দিন পর দেখা গেল পাশাপাশি। ঢাকায় ঋতুপর্ণাকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর হাতে আওয়ামি লিগের নৌকা প্রতীক তুলে দেন ফিরদৌস।