AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউডের সফলতম অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করেছেন ওড়িয়া এবং হিন্দি সিনেমাতেও। ওড়িয়া ছবিতেই ডেবিউ করেছিলেন ঋতুপর্ণা। বিজয় মোহান্তির সেই ছবির নাম ছিল ‘কোটিয়া মানিশ গোটিয়ে জাগা’। এরপর প্রভাত রায়ের ‘শ্বেত পাথরের থালা’ সিনেমায় ছেলের প্রেমিকার চরিত্রে ছবিতে ঋতুপর্ণাকে কাস্ট করার কথা বলেন অপর্ণা সেন। সেই সময় তিনি আধুনিক ইতিহাসে স্পেশালাইজেশন-সহ এমএ প্রথম বর্ষের ছাত্রী। ছবির সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ঋতুপর্ণাকে। ১৯৯৪ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নাগ পঞ্চমী’ এবং চিরঞ্জিত চক্রবর্তীর বিপরীতে ‘লাল পান বিবি’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা। তবে অবাক-কথা, সিনেমার পর্দায় আত্মপ্রকাশের অনেক আগে ছোটপর্দায় নিজের অভিনয় দেখিয়েছিলেন টলি-কুইন। ডিডি বাংলায় ‘শ্বেত কপোট’-এ অভিনেতা কুশল চক্রবর্তীর বিপরীতে প্রথম কাস্ট করা হয় ঋতুপর্ণাকে। তাঁর কেরিয়ারে যেমন ‘পারমিতার একদিন’, ‘দহন’ এসেছে, তেমনই এসেছে ‘মধু মালতী’, ‘বাবা কেন চাকর’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। বলিউডে তিনি হেমা মালিনীর সঙ্গে ‘মোহিনী’ নামের একটি টেলিফিল্মেও অভিনয় করেন। বাংলাদেশের ছবিতে অভিনয় করে সেখানেও সুনাম অর্জন করেছেন ঋতুপর্ণা। একবার জাতীয় পুরস্কার, দু’বার ফিল্মফেয়ারে ভূষিত হয়েছেন ঋতুপর্ণা। নিজস্ব প্রযোজনা সংস্থাও আছে তাঁর। কেবল পর্দায় অভিনয় নয়, মঞ্চেও পারফর্ম করেছেন ঋতুপর্ণা। বিভিন্ন নৃত্যনাট্য এবং সেই সঙ্গে আধুনিক ভাবনায় তৈরি নৃত্যনাট্যতেও পারফর্ম করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে কলকাতা, মুম্বই দু’জায়গাতেই কাজ করছেন ঋতুপর্ণা। সংসার তাঁর সিঙ্গাপুরে। সংসার, সন্তান এবং কাজ সবটা সামলে নিজেকে বারবারই দশভূজা হিসেবে প্রমাণ করেন এই টলিকুইন।

Read More

Rituparna-Ferdous: ফের কাছাকাছি ঋতুপর্ণা-ফিরদৌস! ঋতুকে রাজনীতিতে আসার ডাক ফিরদৌসের

আমেরিকার নিউইয়র্কে এ বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই উৎসবের ঘোষণা শনিবার হয়েছে ঢাকায়। সেখানেই উপস্থিত ছিলেন ঋতুপর্ণা এবং ফিরদৌস। বাংলা সিনে ইন্ড্রাস্ট্রির এই জুটিকে অনেক দিন পর দেখা গেল পাশাপাশি। ঢাকায় ঋতুপর্ণাকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর হাতে আওয়ামি লিগের নৌকা প্রতীক তুলে দেন ফিরদৌস।

ইন্ডাস্ট্রির অনেকের উপর খুব অভিমান ছিল শ্রীলাদির, কান্না জড়ানো গলায় বললেন ঋতুপর্ণা

Rituparna-Reshmi-Sreela: দুই বোনের মাথার উপর থেকে সরে গেল দিদির হাত। প্রয়াত শ্রীলা মজুমদারকে নিয়ে আবেগে ভাসলেন তাঁর ইন্ডাস্ট্রির দুই বোন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরিচালক রেশমি মিত্র। ঋতুপর্ণাই প্রথম মুখ খুললেন এবং জানালেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপর ভয়ানক অভিমান করেছিলেন শ্রীলা। অনেকটা ক্ষোভ বুকে চেপে রেখেই তিনি চলে গিয়েছেন।

২৯শেই বয়সে বড় নায়কদের মায়ের চরিত্রে অভিনয়; অনামিকার শ্বশুর চাননি বউমা জড়াজড়ি করুক পরপুরুষের সঙ্গে

Anamika Saha: প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস, অভিষেক, প্রত্যেক নায়কের মায়ের চরিত্রেই অভিনয় করেছিলেন অনামিকা। এদিকে তাঁর বয়স ছিল অত্যন্ত অল্প। নায়কদের চেয়ে বয়সের ফারাকও বেশি ছিল না। তবুও কেন মায়ের চরিত্রটাই বারংবার বেছে নিয়েছিলেন অনামিকা? একান্ত সাক্ষাৎকারে একবার তিনি নিজেই জানিয়েছিলেন TV9 বাংলাকে।