Whatsapp New Feature: নম্বর এক রেখে, ৪টি ফোনে চলবে হোয়াটসঅ্যাপ!
Whatsapp Beta: মেটার জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একের পর নতুন ফিচার এনে হাজির করছে। নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং কোম্পানিটি। এই ফিচারের মাধ্যমে আপনি ৪টি ডিভাইসে এক সঙ্গে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন।
মেটার জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একের পর নতুন ফিচার এনে হাজির করছে। নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং কোম্পানিটি। এই ফিচারের মাধ্যমে আপনি ৪টি ডিভাইসে এক সঙ্গে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। এই নতুন ফিচারটি নাম দেওয়া হয়েছে, ‘Companion Mode’। এবার একই নম্বর দিয়ে আপনি মোট 4টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সব অ্যাকাউন্টই একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ কীভাবে অন্য একটি স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করবেন? প্রথমে হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সন ডাউনলোড করুন। দ্বিতীয় ডিভাইসে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করতে হবে। ওভারফ্লো মেনু থেকে একটি ডিভাইস লিঙ্ক সিলেক্ট করুন। প্রথম ডিভাইসে WhatsApp খুলে WhatsApp-এর সেটিংসে ট্যাপ করুন। এর পরে লিঙ্ক করা ডিভাইসে ট্যাপ করুন। প্রাথমিক ডিভাইস থেকে QR কোড দ্বিতীয় ডিভাইসে স্ক্যান করতে হবে। QR কোড স্ক্যান করার মাধ্যমে,আপনি দুটি স্মার্টফোনে একটি অ্যাকাউন্ট চালাতে পারবেন। যদি বিটা ব্যবহার করে থাকেন,তাহলে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা-র সর্বশেষ ভার্সনটি আপগ্রেড করুন। সমস্ত বিটা পরীক্ষকদের ফিচারটি ব্যবহার করতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। বর্তমানে iOS ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করতে পারবেন না। তারা যদি এই সুবিধা নিতে চান,তাহলে তাদের অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট থাকতে হবে।