SIR: একবার দেখুন কী কষ্ট করে ১০৯ বছর বয়সী এই বৃদ্ধা এসেছেন শুনানি কেন্দ্রে
কিন্তু তারওপরও দেখা গেল, কাটোয়ায় ‘১০৯ বছরের’ বৃদ্ধাকে আসতে হলো বিডিও অফিসে ভোটার তালিকা সংশোধনের শুনানির জন্য। যদিও, ওই বৃদ্ধার ভোটার কার্ড অনুযায়ী তাঁর বয়স ৮৯। তবে পরিবার বলছে, তাঁর বয়স ১০৯। তবে বয়স ৮৯ হোক বা ১০৯, শীতের মধ্যে বৃদ্ধাকে আসতে হল শুনানি কেন্দ্রে।
নির্বাচন কমিশন পরিষ্কার বলেছিল ৮৫ বছরের উর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের যেতে হবে না শুনানিতে? তাঁদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হবে। কিন্তু তারওপরও দেখা গেল, কাটোয়ায় ‘১০৯ বছরের’ বৃদ্ধাকে আসতে হলো বিডিও অফিসে ভোটার তালিকা সংশোধনের শুনানির জন্য। যদিও, ওই বৃদ্ধার ভোটার কার্ড অনুযায়ী তাঁর বয়স ৮৯। তবে পরিবার বলছে, তাঁর বয়স ১০৯। তবে বয়স ৮৯ হোক বা ১০৯, শীতের মধ্যে বৃদ্ধাকে আসতে হল শুনানি কেন্দ্রে।