Singer Mainul Ahsan Noble: ‘মদ্যপ অবস্থায় ছিলাম’, সত্যি স্বীকার করলেন নোবেল
সম্প্রতি আবারও বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গায়ক নোবেল। মদ্যপ অবস্থায় গান গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এবার সেই বিতর্কিত রাত প্রসঙ্গে মুখ খুলে নোবেল স্বীকার করে নিলেন, তিনি সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন। শরীরও ভাল ছিল না। শ্রোতারা যেন তাঁকে ক্ষমা করেন।
চরম ট্রোল্ড উষসী
শান্তিনিকেতনে গিয়ে কুয়োর ধারে বসে স্নান। আর সেই স্নান করিয়ে দিচ্ছেন বান্ধবী। এই ভিডিয়ো শেয়ার করতেই চরম ট্রোলের শিকার হলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। প্রশ্ন উড়ে এল, প্রকাশ্যে এভাবে স্নান? যদিও ট্রোলিং-এ কোনওদিনই নজর দেননি সকলের প্রিয় জুন আন্টি, এবারও তার ব্যতিক্রম হল না।
অসুস্থ মিঠাই
অসুস্থ মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। নিজের শারীরিক অসুস্থতা সম্পর্কে জানান, “খুব পিঠে ব্যথা হয়েছে। তার মধ্যেই কষ্ট করে কাজ করছিলাম। নতুন সেটে সেই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে। ব্যথা খানিকটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব দেখাতে।”
ক্ষমা চাইলেন নোবেল
সম্প্রতি আবারও বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গায়ক নোবেল। মদ্যপ অবস্থায় গান গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এবার সেই বিতর্কিত রাত প্রসঙ্গে মুখ খুলে নোবেল স্বীকার করে নিলেন, তিনি সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন। শরীরও ভাল ছিল না। শ্রোতারা যেন তাঁকে ক্ষমা করেন।
অভিনয় ছাড়ছেন নওয়াজ়?
অভিনয় ছাড়া বাঁচতে পারবেন না, এমনটাই বারবার জানিয়েছেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। তবে এবার নিলেন এক কঠোর সিদ্ধান্ত। আর পার্শ্বচরিত্র নয়, এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রয়োজনে নিজে টাকা ঢেলে অভিনয় করবেন, তবুও এর অন্যথা হবে না।
রাতে খান না মনোজ?
টানা ১২ বছর হয়ে গিয়েছে, রাতে খাবার খান না অভিনেতা মনোজ বাজপেয়ী। না, আর্থিক সঙ্কটে এই সিদ্ধান্ত নয়, তিনি দাদুর ফিটনেস দ্বারা অনুপ্রাণিত হয়ে স্থির করেছিলেন রাতে খাবার খাবেন না। তাঁর দাদু দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা উপোস করতেন, তিনিও সুস্থ থাকতে সেই পথই বেছে নিয়েছেন।
দীপবীরের টিপস
পাঁচ বছর চুটিয়ে সংসার করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তাঁদের সম্পর্কে এই সুন্দর সমীকরণের সংজ্ঞা কী? এবার মুখ খুললেন দীপিকা, একশব্দে উত্তরে বললেন, ধৈর্য্য। তাঁর মতে কেবল এই একটা বৈশিষ্ট্যই সম্পর্ককে সুস্থ ও সুন্দর করে তুলতে পারে।
আলিয়ার প্রশ্ন
কেরিয়ার তখন মধ্যগগণে, মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া ভাট। অনেকেই তাঁকে সাবধান করেছিলেন। ভয় একটাই, কেরিয়ারের কী হবে? এবার প্রশ্ন তুললেন খোদ আলিয়া? জানতে চাইলেন, কেন পুরুষদের এই প্রশ্ন করা হয় না?
বিরাটের প্রতিশোধ
স্ত্রী অনুষ্কা শর্মাকে ‘ম্যাডাম’-এর বদলে ‘স্যর’ বলে ডাকা? পাশে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি মোটেও মেনে নিলেন না বিষয়টা। পাপারাৎজিদের ভুল ধরাতে দিলেন পাল্টা খোঁচা। বললেন, “এবার আমায় তবে ম্যাডাম বলে ডাকুন…।”
TRP তালিকা
‘মিঠাই’ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও ‘মিঠাই’ ধারাবাহিকের দেখা মিলছে না টিআরপির তালিকায়। মে মাসের দ্বিতীয় সপ্তাহের তালিকায় প্রথম স্থান ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’, দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। তবে প্রথম দশে দেখা মিলল না জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর।