দলের নির্দেশ অমান্য, হুগলির ২ পুর চেয়ারম্যানের জেদ দেখুন!

|

Nov 09, 2025 | 3:13 PM

TMC Clash: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে, সেখানে চেয়ারম্যান বদল করা হবে। সেই নির্দেশ অনুযায়ীই পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর, হুগলির দুটি পুরসভার চেয়ারম্যানকেও নোটিস ধরানো হয়।

দলের নির্দেশ মানতে নারাজ তৃণমূল চেয়ারম্যানরা। পারফরম্যান্স খারাপ হওয়ায় দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে দল, কিন্তু পদে অনড় দুই হুগলির দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলছেন জেলা সভাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে, সেখানে চেয়ারম্যান বদল করা হবে। সেই নির্দেশ অনুযায়ীই পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর, হুগলির দুটি পুরসভার চেয়ারম্যানকেও নোটিস ধরানো হয়। তবে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বললেও তারা পদ ছাড়তে নারাজ। এখনও পর্যন্ত দলের নির্দেশ মেনে তাঁরা পদত্যাগ জমা দেননি।

Published on: Nov 09, 2025 03:13 PM