Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Return in Gold Investment: ৮ বছরে প্রায় ২০০ শতাংশ রিটার্ন, এই সোনা কিনেছিলেন আপনি?

Return in Gold Investment: ৮ বছরে প্রায় ২০০ শতাংশ রিটার্ন, এই সোনা কিনেছিলেন আপনি?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 21, 2025 | 12:03 PM

Gold Investment: বর্তমানে এই বন্ড ভাঙিয়ে মিলবে গ্রাম প্রতি ৮ হাজার ৬৩৪ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা ৮ বছরে প্রায় ১৯৩ শতাংশের কাছাকাছি রিটার্ন পেয়েছেন।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০১৬-২০১৭ সালের সিরিজ IV সোভেরেইন গোল্ড বন্ড ভাঙানোর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। ২০২৫ সালের ১৭ মার্চ তারিখে ওই বন্ড ভাঙানোর দিনক্ষণ ধার্য করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

২০১৬-২০১৭ সালের সিরিজ IV সোভেরেইন গোল্ড বন্ড শুরু করা হয়েছিল ২০১৭ সালের ১৭ মার্চ তারিখে। এই সময় গ্রাম প্রতি ২ হাজার ৯৪৩ টাকা ধার্য করা হয়েছিল। আর বর্তমানে এই বন্ড ভাঙিয়ে মিলবে গ্রাম প্রতি ৮ হাজার ৬৩৪ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা ৮ বছরে প্রায় ১৯৩ শতাংশের কাছাকাছি রিটার্ন পেয়েছেন।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Mar 21, 2025 11:56 AM