Bankura News: জয়ের পরেও ভাঙন অব্যাহত!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 24, 2023 | 1:08 PM

পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের পরেও ঘাসফুল শিবিরে ধস অব্যাহত বাঁকুড়ায়। দল ছেড়ে বিদায়ী উপপ্রধান সহ ৩০০ পরিবার যোগ দিল বিজেপিতে। শিবির বদলের ঘটনাকে নাটক বলে কটাক্ষ তৃনমূলের।

সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল শিবিরের একছত্র জয়ের পরেও ঘাসফুল শিবিরে ধস অব্যাহত বাঁকুড়া জেলায়। এবার তৃনমূলের বিদায়ী উপপ্রধান সহ মোট ৩০০ পরিবার ফুল বদলে যোগ দিলেন বিজেপিতে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিবির বদলের ঘটনাকে নাটক বলে কটাক্ষ তৃনমূলের।

বাঁকুড়ার অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ ক্ষমতা কোন শিবিরের হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দে জর্জরিত তৃনমূল। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের আগে তৃনমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্যদের একাংশ টিকিট না পেয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতায় নেমে পড়ে। শ্যামল বন্দ্যোপাধ্যায় নামের তৃনমূলের তেমনই এক বিক্ষুব্ধ নির্দল প্রার্থী নির্বাচনে জয় পেতেই কিছুদিন আগে যোগ দেন বিজেপিতে। তা সত্বেও ১২ সদস্যবিশিষ্ঠ ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসন দখলে রয়েছে তৃনমূলের। এবার সেই গ্রাম পঞ্চায়েতেই বড়সড় ভাংনের মুখে পড়ল ঘাসফুল শিবির। গতকাল সন্ধ্যায় অযোধ্যা গ্রামে একটি অনুষ্ঠানে পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বেলা গায়েন প্রায় তিনশোটি পরিবারকে নিয়ে শিবির বদল করে যোগ দিলেন বিজেপিতে। ফুল বদল করা পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বেলা গায়েনের দাবী বিদায়ী পঞ্চায়েত বোর্ড যে সীমাহীন দুর্নীতি করেছে তার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর সেই অপরাধেই তাঁকে উন্নয়নের কোনো কাজ করতে দেয়নি তৃনমূল। এভাবে তিনশোটি পরিবার তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সংগঠন মজবুত হল বলে দাবী বিজেপি নেতৃত্বের। তৃনমূলের দাবী এই শিবির বদল আসলে একটি নাটক। দু একজন দল বদল করলেও তৃনমূলের তাতে কিছু যায় আসে না। তৃনমূলের সাথে মানুষ আছে।