বাংলায় নজিরবিহীন ছবি, ব্রিগেডে কী হচ্ছে দেখুন
Geeta path: গীতাপাঠের আয়োজন আগেও হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তখন উপস্থিত হয়েছিলেন ১ লক্ষ মানুষ। তবে ভোটমুখী বাংলায় এবার কার্যত বেনজির ছবি। এই ধরনের আয়োজন এবারই প্রথম। তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
রবিবার ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেডে। নজিরবিহীন আয়োজন। রবিবার সকাল ৯টা থেকে শুরু হবে সেই কর্মসূচি। তার আগে শনিবার সকাল থেকেই শুরু হয় রিহার্সাল। শান্তির বার্তা দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ৫ লক্ষ মানুষ শুধু নয়, অনেক সাধু-সন্ত আসার কথা ব্রিগেডে। মোট তিনটি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। গীতাপাঠ উপলক্ষে বাবা রামদেব থেকে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গীতাপাঠের আয়োজন আগেও হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কিন্তু এই ধরনের আয়োজন এবারই প্রথম। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।