Infiltration: সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরল BSF, তারপর…
Bangladeshi Infiltration: এসআইআর শুরু হতেই একের পর এক বাংলাদেশি ডেরারও হদিস মিলছে। বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করতেই দেখা যাচ্ছে, রাতারাতি বাড়ি তালা মেরে বা বাড়ি বিক্রি করে পালিয়ে গিয়েছে বাংলাদেশিরা। নিউটাউনের উদয়নপল্লি, পূর্ব পাড়া, ঘূণি বস্তির খোঁজ মিলেছিল।
এসআইআর আবহে দিকে দিকে ধরা পড়ছে বাংলাদেশি। এবার কোচবিহারের সাহেবগঞ্জ সীমান্ত থেকে আটক করা হল ৩ বাংলাদেশিকে। ৩ বাংলাদেশি সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। বিএসএফের ১৬৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। দুই ভারতীয় দালালের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করছিল বাংলাদেশিরা। তাদের কাছ থেকে নকল ভারতীয় নথিপত্র পাওয়া গিয়েছে। ধৃতদের দুইদিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, এসআইআর শুরু হতেই একের পর এক বাংলাদেশি ডেরারও হদিস মিলছে। বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করতেই দেখা যাচ্ছে, রাতারাতি বাড়ি তালা মেরে বা বাড়ি বিক্রি করে পালিয়ে গিয়েছে বাংলাদেশিরা। নিউটাউনের উদয়নপল্লি, পূর্ব পাড়া, ঘূণি বস্তির খোঁজ মিলেছিল।