Rakhi 2023: ৬.৫ লক্ষ রাখী!

Rakhi 2023: ৬.৫ লক্ষ রাখী!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 18, 2023 | 6:54 PM

সরকারী রাখী তৈরির বরাত পেয়ে হাসি ফুটেছে কালনার রাখী শিল্পীদের।কেননা একসাথে ৬.৫ লক্ষ রাখী তৈরীর সরকারী বরাত।রাজ্যের যুব কল্যাণ দপ্তরের তরফে এই বরাত মিলেছে কালনার উইভার্স আর্টিজেন্ট ওয়েলফেয়ার সোসাইটির।চলতি মাসের শেষের দিকেই রাখী প্রস্তুত করে হস্তান্তর করতে হবে।পুজোর আগেই সরকারী রাখী তৈরীর বরাত পেয়ে মোটা অংকের টাকা হাতে পাওয়ার খুশিতে এখন রাখী শিল্পীরা।

সরকারী রাখী তৈরির বরাত পেয়ে হাসি ফুটেছে কালনার রাখী শিল্পীদের।কেননা একসাথে ৬.৫ লক্ষ রাখী তৈরীর সরকারী বরাত।রাজ্যের যুব কল্যাণ দপ্তরের তরফে এই বরাত মিলেছে কালনার উইভার্স আর্টিজেন্ট ওয়েলফেয়ার সোসাইটির।চলতি মাসের শেষের দিকেই রাখী প্রস্তুত করে হস্তান্তর করতে হবে।পুজোর আগেই সরকারী রাখী তৈরীর বরাত পেয়ে মোটা অংকের টাকা হাতে পাওয়ার খুশিতে এখন রাখী শিল্পীরা। রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে এই অর্ডার মিলতেই, জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন শিল্পীরা।সংস্থার সম্পাদক তপন মোদক তিনি জানান, প্রতিবছরই আমরা যুব কল্যাণ দপ্তরের তরফে এই রাখির বরাত পাই। আর এই কারণে আমরা অগ্রিম প্রস্তুত থাকি। আমরা বেশ কিছু স্যাম্পল তৈরি করে পাঠিয়েছিলাম এরপর দুটি স্যাম্পল সিলেক্ট হওয়ার পর আমরা কাজ শুরু করেছি। মূলত সারা বছরই রাখী সহ বিভিন্ন দ্রব্য তৈরী করেন এই সংস্থার শিল্পীরা। তবে রাখী উৎসবের আগে সরকারি রাখীর বরাত আলাদা উৎসাহ এনেছে শিল্পীদের। জানা গেছে বরাত পাওয়া রাখী তৈরিতে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হবে তার সমস্ত কিছুই পরিবেশ বান্ধব। শুধু কালনা মহকুমা না বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এ বছর সরকারি রাখি তৈরির কাজের সাথে যুক্ত হয়েছে।