Online Scam: অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতেই গায়েব ৬০ হাজার!
অনেকেই এমন আছেন,যারা অনলাইনেই ডাক্তারের এপয়েন্টমেন্ট বুক করে ফেলেন। দিল্লির এক মহিলা তাবাসসুম কুরেশি, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ৬০,০০০ টাকা খুইয়েছেন
একটি ভুল ক্লিকেই আপনার আয় করা টাকা আপনি খুইয়ে ফেলতে পারেন। অনেকেই এমন আছেন,যারা অনলাইনেই ডাক্তারের এপয়েন্টমেন্ট বুক করে ফেলেন। দিল্লির এক মহিলা তাবাসসুম কুরেশি, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ৬০,০০০ টাকা খুইয়েছেন। তিনি একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছিলেন। সে গুগল থেকে ডাক্তারের ক্লিনিকের নম্বর বের করে, ফোন করলেও কানেক্ট হয়নি। কিছুক্ষণ পর,তাবাসসুম কুরেশি একটি ফোন কল পান। সামনে থাকা ব্যক্তি নিজেকে ক্লিনিকের একজন স্টাফ সদস্য হিসাবে পরিচয় দেন। আশ্বাস দেন যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা হবে। বুকিং এর জন্য তাকে আগে থেকে টাকা পাঠাতেও বলা হয়। ফোনের ওপারে থাকা ব্যক্তিটি ওই মহিলার নম্বরে একটি লিঙ্ক পাঠান। কুরেশি এটিতে ক্লিক করেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ দিয়ে দেন। কিন্তু তারপরেও কোনও বুকিং-এর ম্যাসেজ পাননি। কিছুক্ষণ পরে,কুরেশি একটি ব্যাঙ্ক এসএমএস পান। তিনি জানতে পারেন যে, তার অ্যাকাউন্ট থেকে ৫১,৯০০ টাকা কেটে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে,তিনি আবার একটি এসএমএস পান যে,আরও ১০,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। ওটিপি শেয়ার না করেই,শুধুমাত্র লিংক দিতে ক্লিক করেই তাবাসসুম কুরেশি ৬০,০০০-এরও বেশি টাকা খুইয়েছেন। লিঙ্কে ক্লিক করতেই প্রতারক মাধ্যমে মহিলার ব্যক্তিগত তথ্য পেয়েছিলেন। এই ধরনের লিঙ্ককে ফিশিং লিঙ্ক বলা হয়। আপনার ব্যক্তিগত তথ্য,ব্যাঙ্কের বিবরণ ইত্যাদি অনলাইনে অচেনা কারও সঙ্গে শেয়ার করবেন না।