৬৫ বছরের আলম খানের শুনানি নোটিস পেয়েই মৃত্যু, দাবি পরিবারের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 26, 2025 | 11:50 PM

বছর ৬৫ এর আলম খান রাজমিস্ত্রির কাজ করতেন নিঃসন্তান দম্পতি স্বামী-স্ত্রীর সংসার। এস আই আরের হেয়ারিং নোটিশ হাতে পেয়ে স্ত্রীর জন্য দুশ্চিন্তা শুরু করেন। আলম শেখের স্ত্রী এবং স্থানীয়দের দাবি গতকাল সন্ধ্যায় বি এল ও আলম সেখের হাতে হেয়ারিংয়ের নোটিশ ধরিয়ে যায় হেয়ারিং এর নোটিস পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলম শেখ

পশ্চিম মেদিনীপুর: এসআইআর-এর হেয়ারিংয়ের নোটিস হাতে পেয়ে দুশ্চিন্তায় মৃত্যু, দাবি পরিবারের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এক নম্বর বুথের ঘটনা মৃতের নাম আলম খান (৬৫)। বছর ৬৫ এর আলম খান রাজমিস্ত্রির কাজ করতেন নিঃসন্তান দম্পতি স্বামী-স্ত্রীর সংসার। এস আই আরের হেয়ারিং নোটিশ হাতে পেয়ে স্ত্রীর জন্য দুশ্চিন্তা শুরু করেন। আলম শেখের স্ত্রী এবং স্থানীয়দের দাবি গতকাল সন্ধ্যায় বি এল ও আলম সেখের হাতে হেয়ারিংয়ের নোটিশ ধরিয়ে যায় হেয়ারিং এর নোটিস পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলম শেখ অসুস্থ বোধ করেন রাত্রিতেই মৃত্যু হয়েছে।