yuvabharati stadium: যুবভারতীতে ভাঙচুর চালিয়েছিলেন এরা? দেখুন খালি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 19, 2025 | 5:53 PM

এর মধ্যে লেকটাউন থেকে দুজন গ্রেফতার হয়েছে। খড়দহ থেকে একজনকে গ্রেফতার করেছে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। প্রসঙ্গত, যুবভারতীতে পরিস্থিতি তপ্ত হয়েছিল। চেয়ার ভাঙচুর করেন ক্ষুব্ধ জনতা। তাঁদের একটাই দাবি, এত এত টাকা খরচ করার পরও ফুটবলার মেসিকে দেখতে পাননি। এরপরই কার্যত তাণ্ডব চালান বিক্ষুব্ধদের একাংশ।  

যুবভারতী-কাণ্ডে ক্রমেই বাড়ছে গ্রেফতারির সংখ্যা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে।
মোট গ্রেফতারির সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে নয়। এর মধ্যে লেকটাউন থেকে দুজন গ্রেফতার হয়েছে।
খড়দহ থেকে একজনকে গ্রেফতার করেছে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। প্রসঙ্গত, যুবভারতীতে পরিস্থিতি তপ্ত হয়েছিল। চেয়ার ভাঙচুর করেন ক্ষুব্ধ জনতা। তাঁদের একটাই দাবি, এত এত টাকা খরচ করার পরও ফুটবলার মেসিকে দেখতে পাননি। এরপরই কার্যত তাণ্ডব চালান বিক্ষুব্ধদের একাংশ।