Purba Bardhaman News: চিকিৎসক চলে গেলেই হয়…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 26, 2023 | 4:22 PM

10 টি বেড নিয়ে গড়ে ওঠা উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার সব সুযোগ ছিল। 24 ঘন্টা ছিল ডাক্তার,নার্স।সাধারণ থেকে জটিল চিকিৎসা এমনকি মিলত ডেলিভারী পরিষেবা। সেসব এখন অতীত। এখন চিকিৎসা পরিষেবা নিতে রুগীদের ছুটে যেতে দূরের হাসপাতালে।

10 টি বেড নিয়ে গড়ে ওঠা উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার সব সুযোগ ছিল। 24 ঘন্টা ছিল ডাক্তার,নার্স।সাধারণ থেকে জটিল চিকিৎসা এমনকি মিলত ডেলিভারী পরিষেবা। সেসব এখন অতীত। এখন চিকিৎসা পরিষেবা নিতে রুগীদের ছুটে যেতে দূরের হাসপাতালে। এমনি করুণ দশা পূর্বস্থলীর পাটুলী উপ স্বাস্থ্য কেন্দ্রের। বর্তমানে কেবলমাত্র আউটডোর পরিষেবা দেওয়া হয়,তাও নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত। পালা করে দুজন চিকিৎসক আসেন।সাধারণ জ্বর,সর্দির চিকিৎসা হলেও জটিল রোগের রুগীদের পাঠিয়ে দেওয়া হয় দূরের নবদ্বীপ বা কাটোয়া হাসপাতালে। বেলা 2 টো বাজলেই চলে যান চিকিৎসক।বন্ধ হয়ে যায় এই উপ স্বাস্থ্য কেন্দ্র।

অথচ পাটুলী অঞ্চলের কয়েক হাজার মানুষ নির্ভরশীল একমাত্র এই স্বাস্থ্য কেন্দ্রর উপর। এই বিষয়ে BMOH শুভ রায় মৌখিক জানান, চিকিৎসকদের বিকাল ৪ টে পর্যন্ত থাকার কথা। খোঁজ নেব। আর স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনায় রয়েছে এই উপ স্বাস্থ্য কেন্দ্রটি। 20 বছর আগে এই উপ স্বাস্থ্যকেন্দ্রে প্রায় সব ধরনের চিকিৎসা পরিষেবা মিলত। পরে পরে চিকিৎসক অমিল থাকায় লাটে ওঠে স্বাস্থ্যকেন্দ্র। যদিও গত 1 মাস ধরে দুজন চিকিৎসক আসছেন কিন্ত দুফুরের পর তারা চলে গেলেই বন্ধ এই স্বাস্থ্য কেন্দ্র।এলাকাবাসীরা জানায়,উপ স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকায় রাত বিরেতে রুগিনিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে। কখনো কখনো নিয়ে যাওয়ার পথেই মৃত্য হয় রুগীর।তাদের দাবী বহুবার এই উপ স্বাস্থ্য কেন্দ্রে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। সকলের অনুরোধ ফের আগের মতো আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে চালু করা হলে উপকৃত হবে কয়েক হাজার এলাকাবাসী।