Chinsurah Fire: ওপিডির সামনে আগুন!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 29, 2023 | 5:11 PM

চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের ওপিডির সামনে বাইকে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল।ওপিডির টিকিট ঘরের সামনে একটি বাইক দাঁড় করানো ছিল।সেই বাইকে হঠাৎই আগুন ধরে যায়।ঘটনার সময় ওপিডি ও জরুরি বিভাগের সামনে প্রচুর ভীড় ছিল।

চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের ওপিডির সামনে বাইকে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল।ওপিডির টিকিট ঘরের সামনে একটি বাইক দাঁড় করানো ছিল।সেই বাইকে হঠাৎই আগুন ধরে যায়।ঘটনার সময় ওপিডি ও জরুরি বিভাগের সামনে প্রচুর ভীড় ছিল।আগুন দেখে হুড়োহুড়ি শুরু হয়।হাসপাতালের কর্মিরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে ফোম ছড়িয়ে আগুন নেভায়।তার আগে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে কয়েকজন যুবক।বাইক মালিকের দাবি তিনি রোগী নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন,হঠাৎ আগুন লাগার খবর পেয়ে বাইরে বেড়িয়ে এসে দেখেন তার বাইকে আগুন লেগেছে।কি ভাবে লাগলো জানেন না।বাইকটি নতুন কিনেছেন কয়েকদিন আগে।এক প্রত্যক্ষদর্শী জানান হঠাৎ বাইক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে।তারাতারি আগে বাইকের তেলের কানেকশন বন্ধ করে দিই।তারপর জল ঢালতে থাকি,তাও না নেভাই,ফোম দিয়ে আগুন নেভায় হাসপাতা কর্মীরা।বাইকটিকে আটক করেছে পুলিশ।