Murshidabad Theft News: মন্দির থেকে বিগ্রহই চুরি!

| Edited By: Tapasi Dutta

Nov 22, 2023 | 4:16 PM

প্রাচীন মনষা মন্দিরে বিগ্রহ চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার পার্ব্বতীপুর এলাকায়। নদীর তীরে অবস্থিত ঐতিহ্য প্রাচীন মনষা মন্দির। মঙ্গলবার রাতে মন্দিরের গেটের তালা ভেঙে বিগ্রহ চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে গ্রামের বাসিন্দা প্রনাম করতে এসে দেখে মন্দিরে মনষা মায়ের বিগ্রহ চুরি গেছে।

প্রাচীন মনষা মন্দিরে বিগ্রহ চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার পার্ব্বতীপুর এলাকায়। নদীর তীরে অবস্থিত ঐতিহ্য প্রাচীন মনষা মন্দির। মঙ্গলবার রাতে মন্দিরের গেটের তালা ভেঙে বিগ্রহ চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে গ্রামের বাসিন্দা প্রনাম করতে এসে দেখে মন্দিরে মনষা মায়ের বিগ্রহ চুরি গেছে।

গ্রামবাসীরি মন্দিরের পুরহীত ও পুলিশ কে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এই প্রথম নয় এর আগে তিন বার চুরি হয়েছে এই মনষা মায়ের বিগ্রহ। এই নিয়ে চার বার চুরির ঘটনা ঘটল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তবে কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।