Varanasi Cricket Stadium: বাইশ গজেও শিবের ছায়া
উত্তর প্রদেশের শহর বারাণসী। গঙ্গা পাড়ের বারাণসীতে আছে অসংখ্য শিব মন্দির। বারাণসীকে তাই বলা হয় ভোলেনাথের শহরও। এবার এই বারাণসীতে তৈরি হবে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। সেই ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভগবান মহাদেবের ছায়া।
উত্তর প্রদেশের শহর বারাণসী। গঙ্গা পাড়ের বারাণসীতে আছে অসংখ্য শিব মন্দির। বারাণসীকে তাই বলা হয় ভোলেনাথের শহরও। এবার এই বারাণসীতে তৈরি হবে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। সেই ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভগবান মহাদেবের ছায়া। এই স্টেডিয়ামের নকশা খুবই সুন্দর। শিবের সঙ্গে সম্পর্কিত বিষয় থাকবে এই ক্রিকেট স্টেডিয়ামের অঙ্গসজ্জায়।
মহাদেবের ত্রিশূলের মত দেখতে এখানকার ফ্লাডলাইট। ডুগডুগির মত দেখতে প্রেসবক্স। ক্রিকেট স্টেডিয়ামটি দেখতে মহাদেবের জটায় থাকা অর্ধচন্দ্রর মত। বেলপাতার মত ধাতব নকশাও দেখা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন। বিশ্বমানের ক্রীড়া স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হবে প্রায় ৪৫০ কোটি টাকা। এই ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাশন ৩০ হাজার। স্টেডিয়ামটি নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে।