Flash Flood: লাচেনে আটকে বাঁকুড়ার ইঞ্জিনিয়ার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 06, 2023 | 10:31 PM

Bankura News: কাজ করতে গিয়ে সিকিমের লাচেনে আটকে বাড়ির ছেলে পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। দুর্ঘটনার পর থেকে টেলিফোনে যোগাযোগও হয়নি। ফলে উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে বাঁকুড়ার দ্বারিকা গ্রামের শেখ সুমনের পরিবারের।

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গ্রামের সুমন ছোট থেকেই বেশ মেধাবী। কিন্তু ছোট থেকেই বারবার বিপর্যয় নেমে তছনছ করে দিয়েছে সুমনের জীবন। সুমন যখন সবেমাত্র ক্লাস টু-এর ছাত্র তখন বাবা ও মা অল্পদিনের ব্যবধানে মারা যান। জ্যেঠুর পরিবারে মানুষ হয়ে ওঠা সুমন উচ্চমাধ্যমিক পাস করার পর বিষ্ণুপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন। পাস করার অল্প দিনের মধ্যে বেসরকারি সংস্থায় চাকরি নিয়ে ওড়িশায় যান তিনি।

সেখান থেকে মাস পাঁচেক আগে সিকিমের লাচেনে একটি বেসরকারি নির্মাণ সংস্থার কাজে যোগ দেন। প্রায় প্রতিদিনই পরিবারের সাথে টেলিফোনে কথা বলতেন সুমন। কথা ছিল ডিসেম্বরেই তিনি গ্রামে ফিরবেন। শনিবার সন্ধ্যায় টেলিফোনে পরিবারের সাথে কথা বলার সময় সুমন জানান সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে আপাতত সংস্থার কাজ বন্ধ থাকায় বাড়িতেই থাকতে হচ্ছে তাকে। সেই শেষ কথা।

তারপর থেকে আর যোগাযোগ হয়নি সুমনের সাথে। টেলিফোন বন্ধ রয়েছে তখন থেকেই। বিষ্ণুপুর থানা থেকে শুরু করে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করলেও আর যোগাযোগ সম্ভব হয়নি। ফলে একরাশ উদ্বেগ আর উৎকন্ঠায় আপাতত সুমনের একটি ফোনের অপেক্ষায় সুমনের পরিবার।