Ghatal Accident News: কুকুরকে ধাক্কা মেরে উল্টে গেল বাইক

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 23, 2023 | 6:55 PM

মোটর বাইক দুর্ঘটনায় আহত ৬ আশঙ্কাজনক ৩। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর রাজমিস্ত্রির কাজ করতে দুটি মোটর বাইকের ৭ জন গড়বেতার গুয়াদহ থেকে ঘাটালে যাওয়ার সময়, ক্ষীপাই ফাঁড়ির বুড়িরপুকুর এলাকায় রাজ্য সড়কে একটি মোটর বাইকের সামনে চলে আসে একটি কুকুর।

মোটর বাইক দুর্ঘটনায় আহত ৬ আশঙ্কাজনক ৩। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর রাজমিস্ত্রির কাজ করতে দুটি মোটর বাইকের ৭ জন গড়বেতার গুয়াদহ থেকে ঘাটালে যাওয়ার সময়, ক্ষীপাই ফাঁড়ির বুড়িরপুকুর এলাকায় রাজ্য সড়কে একটি মোটর বাইকের সামনে চলে আসে একটি কুকুর।

সে কুকুরটিকে ধাক্কা মারতেই পরপর দুটি মোটর বাইক দ্রুত বেগে থাকার কারণে রাজ্য সড়কের উপরেই উল্টে যায়। মোটর বাইকে থাকা সাত জনই ছিটকা পড়ে রাজ্য সরকারের উপর ঘটনায় ৬ জনে গুরুতর আহত হয়, এদের মধ্যে আশঙ্কাজনক তিন জন। খবর পেয়ে দ্রুত ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ক্ষীরপাই হাসপাতালে। যদিও পুলিশ জানায় নাজিপুর মন্ডল, সাগর মন্ডল,সাদ্দাম মন্ডল, এদের অবস্থা আশঙ্কাজন এরা সকলেই রাজমিস্ত্রির কাজে সাথে যুক্ত।