Sagardighi Robbery News: পরপর ১৫ আবাসনে ডাকাতি, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 28, 2023 | 7:03 PM

সাগরদিঘী তাপবিদ্যুত কেন্দ্রের টাউনশিপে গত ২৪ শে নভেম্বর গভীর রাতে প্রায় ৮০ ভরি সোনা, লক্ষাধিক টাকা সহ একাধিক দামি ইলেকট্রনিক্স গেজেট চুরি হয়ে যায়। সেই ঘটনার চার দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোন কিছু উদ্ধার করতে পারেনি সাগরদিঘী থানার পুলিশ।

সাগরদিঘী তাপবিদ্যুত কেন্দ্রের টাউনশিপে গত ২৪ শে নভেম্বর গভীর রাতে প্রায় ৮০ ভরি সোনা, লক্ষাধিক টাকা সহ একাধিক দামি ইলেকট্রনিক্স গেজেট চুরি হয়ে যায়। সেই ঘটনার চার দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোন কিছু উদ্ধার করতে পারেনি সাগরদিঘী থানার পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রের রীতিমতো তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভ এবং অবরোধ করেন।

তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত চুরি যাওয়া টাকা গয়না উদ্ধার না হচ্ছে এতক্ষণ পর্যন্ত অবরোধ তুলবেন না। পাশাপাশি সাগরদিঘী থানার পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। অভিযোগ এফ আই আর করার পরে এফ আই আর এর কপি পেতে তিন দিন সময় লাগিয়েছে সাগরদিঘী থানার পুলিশ। এই বিক্ষোভের সাগরদিঘী থানার পুলিশ এসে বিক্ষোভে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করতে চাইলেও তারা মানতে নারাজ। এখানে স্বয়ং পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইছেন তারা