Abhishek Banerjee: প্যারাসিটামল দিয়ে নন্দীগ্রামবাসীদের কিনে নেওয়া যাবে না: শুভেন্দু

|

Dec 29, 2025 | 10:43 PM

Suvendu Banerjee vs Abhishek Banerjee: ডায়মণ্ড হারবারের সংসদীয় এলাকায় 'সেবাশ্রয়' নামে কর্মসূচি শুরু করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই নন্দীগ্রামে উঠল দাবি। আগামী ১৫ই জানুয়ারি সেখানে হতে চলেছে সেবাশ্রয়। তাতেই চটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: ডায়মণ্ড হারবারের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ নামে কর্মসূচি শুরু করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই নন্দীগ্রামে উঠল দাবি। আগামী ১৫ই জানুয়ারি সেখানে হতে চলেছে সেবাশ্রয়। তাতেই চটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের দিকে তোপ দেগে তিনি বলেন, ‘সেবাদান করতে আসছেন, মানে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে আসছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিষেবা প্রদানে ব্যর্থ। এই সব করছেন ভাল কথা। কিন্তু কোথা থেকে টাকা আসছে, কোন খাতের টাকা আসছে, আমি কিন্তু সব কিছুর হিসাব নেব। একটা প্যারাসিটামল দিয়ে নন্দীগ্রামবাসীদের কিনে নেওয়া যাবে না।’