Diarrhea: ডেঙ্গির পর এবার আন্ত্রিক!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 09, 2023 | 9:45 PM

হু হু করে বাড়ছে অন্তিক আক্রান্তের সংখ্যা,আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতলে, ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ ।

হু হু করে বাড়ছে অন্তিক আক্রান্তের সংখ্যা,আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতলে, ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ । স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই ছড়াচ্ছে আন্ত্রিক,উদাসীন পৌরসভা অভিযোগ পৌরবাসীর।

পশ্চিম মেদনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভার একাধিক ওয়ার্ডে আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে ৫০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ১৫ জনের চিকিৎসা চলছে বীরসিংহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আবার অনেক আক্রান্তের চিকিৎসা চলছে বাড়িতেই। জানাযায় খড়ার পৌরসভার ৪,৫,৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এই আন্ত্রিকে ঘটনা। বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন জলের ট্যাঙ্ক পরিষ্কার না করার ফলেই জল খেয়ে ছড়াচ্ছে আন্ত্রিক ।
খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই এর দাবি একাধিক ওয়ার্ডে নয় ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে আন্ত্রীকে আক্রান্ত হয়েছেন কিছু পৌরবাসী,পৌরসভার নজরদারি রয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এলাকায়। স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে দাবি পৌর প্রশাসনের

Published on: Aug 09, 2023 09:44 PM