Dilip Ghosh: ‘শাহি-টনিকের’ পর ‘সক্রিয়’ দিলীপ

| Edited By: Avra Chattopadhyay

Jan 01, 2026 | 8:35 PM

Dilip Ghosh in BJP: বাংলায় এসে দিলীপ ঘোষকে 'চাঙ্গা' করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দূরত্ব নয়, লক্ষ্য নির্বাচন, সেটাই বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে অমিত শাহ বলে গিয়েছেন, তৈরি থাকার কথা। তারপরই দিলীপ বলেছেন, তিনি এবার সক্রিয়।

কলকাতা: এবার মূলস্রোত রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ ফের সল্টলেকে বিজেপির মূল কার্যালয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাও আবার ‘শাহি টনিক’-এর ২৪ ঘণ্টা পর। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

কী এই ‘শাহি টনিক’?

বাংলায় এসে দিলীপ ঘোষকে ‘চাঙ্গা’ করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দূরত্ব নয়, লক্ষ্য নির্বাচন, সেটাই বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে অমিত শাহ বলে গিয়েছেন, তৈরি থাকার কথা। তারপরই দিলীপ বলেছেন, তিনি এবার সক্রিয়।