বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
Stock Market News: আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে একাধিক সংস্থার। এর মধ্যে রয়েছে বাজাজ ফাইন্যান্স, মারুতি সুজুকি, টাটা কনজিউমার প্রোডাক্টস উল্লেখযোগ্য।
আজ ডিভিডেন্ড দিচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেড ও কে সল্ভস। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে ৭৫ পয়সা। অন্যদিকে আজ ২৫ মার্চ ৭ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেবে কে সল্ভস।
আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে একাধিক সংস্থার। এর মধ্যে রয়েছে বাজাজ ফাইন্যান্স, মারুতি সুজুকি, টাটা কনজিউমার প্রোডাক্টস, অশোক লেল্যান্ড, হিতাচি এনার্জি, ক্যাস্ট্রল ইন্ডিয়া, রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ইনফ্রা, গ্রেভস কটন, টেক্সম্যাকো রেল, এইচসিএল ইনফো উল্লেখযোগ্য।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Mar 26, 2025 12:10 AM