FIFA World Cup: পেলের উত্থানের সাক্ষী ১৯৫৮ সালের বিশ্বকাপ
২০ নভেম্বর থেকেই কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই আবহেই টিভি৯ বাংলা তুলে ধরছে বিশ্বকাপের ইতিহাস।
২০ নভেম্বর থেকেই কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই আবহেই টিভি৯ বাংলা তুলে ধরছে বিশ্বকাপের ইতিহাস। ১৯৫৮ সালে বিশ্বকাপের আসর বসেছিল সুইডেনে। ১৬টি দেশ নিয়ে খেলা হয়েছিল এই প্রতিযোগিতা। ১৯৫৮ সালের বিশ্বকাপেই ফুটবল দুনিয়ায় উত্থান হয় ব্রাজিলের। সুইডেনকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেই বিশ্বকাপের নক আউট পর্বে দুরন্ত পারফরম্যান্স করেন পেলে। সে অর্থে এই বিশ্বকাপই পেলের সঙ্গে পরিচয় করিয়েছিল ফুটবল বিশ্বের।
ইংল্য়ান্ডের সঙ্গে ড্র করলেও, রাশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জেতে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। তারপর থেকেই শুরু হয় পেলের ম্য়াজিক। ব্রাজিল ওয়েলসের বিপক্ষে জিতে ফ্রান্সের মুখোমুখি হয়। ৫-২ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে আসে তারা।
জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করে ফ্রান্স। ফ্রান্সের জাঁ ফতেঁ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। গোটা প্রতিযোগিতায় মোট ১৩টি গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হন ব্রাজিলের ডিডি।