Loading video

Airtel, IndusInd Bank: গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

Mar 12, 2025 | 10:18 PM

Share Market: গতকাল ২৭ শতাংশের বেশি পড়েছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। একই ভাবে গতকাল স্টারলিঙ্কের সঙ্গে এয়ারটেলের চুক্তির খবর সামনে আসার পর মনে করা হয়েছিল আজ বাড়তে পারে সংস্থার শেয়ারের দাম।

গতকাল ২৭ শতাংশের বেশি পড়েছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। আজ ধীরে ধীরে রিকভার করতে থাকে তাদের শেয়ারের দাম। দিন শেষে গতকালের তুলনায় ৪.৪৩ শতাংশ রিকভার করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

একই ভাবে গতকাল স্টারলিঙ্কের সঙ্গে এয়ারটেলের চুক্তির খবর সামনে আসার পর মনে করা হয়েছিল আজ বাড়তে পারে সংস্থার শেয়ারের দাম। কিন্তু আজ দাম উল্টে কমে গিয়েছে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।