Aishwarya Rai Bachchan News: এখন অধিকাংশ সময়েই বাপের বাড়িতে থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন

Aishwarya Rai Bachchan News: এখন অধিকাংশ সময়েই বাপের বাড়িতে থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 21, 2023 | 11:52 PM

বর্তমানে অধিকাংশ সময়েই বাপের বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন বাপের বাড়িতে। আরাধ্যাকে নিজের সঙ্গে নিয়ে রাখছেন তিনি। সম্প্রতি ঐশ্বর্যর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। এ দিকে, অভিষেক বচ্চনও দূরে-দূরে থাকছেন ঐশ্বর্যর থেকে। তা হলে কি বচ্চন পরিবারের সঙ্গে বিবাদ ‘চরম’ পর্যায় বিশ্বসুন্দরীর? জল্পনা সর্বত্র।

শ্বশুরবাড়িতে নেই ঐশ্বর্য!
বর্তমানে অধিকাংশ সময়েই বাপের বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন বাপের বাড়িতে। আরাধ্যাকে নিজের সঙ্গে নিয়ে রাখছেন তিনি। সম্প্রতি ঐশ্বর্যর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। এ দিকে, অভিষেক বচ্চনও দূরে-দূরে থাকছেন ঐশ্বর্যর থেকে। তা হলে কি বচ্চন পরিবারের সঙ্গে বিবাদ ‘চরম’ পর্যায় বিশ্বসুন্দরীর? জল্পনা সর্বত্র।

আবেগতাড়িত মাধুরী
গোয়াতে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন ৯০ দশকের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত। ৩৮ বছর ধরে বলিউডকে সমৃদ্ধ করে-চলা মাধুরী মঞ্চে পুরস্কার নিতে উঠে আবেগতাড়িত হয়ে মাধুরী বলেছেন, “ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি দারুণ সব পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ভারতীয় চলচ্চিত্র জগৎ আমার পরিবারের মতো। সবচেয়ে বড় কথা কেরিয়ারে যে সময় যা হওয়ার কথা, আমার সঙ্গে ঠিক তাই-ই হয়েছে।”

বৌমার জন্য গর্ব
শ্যাম কৌশলকে চেনেন? তিনি যে শুধুমাত্র ক্যাটরিনা কাইফের শ্বশুর কিংবা ভিকি কৌশলের বাবা, এমনটা কিন্তু নয়। তাঁর আরও এক পরিচয়, তিনি বলিউডের বিখ্যাত স্টান্ট ডিরেক্টর। সেই শ্যামই এবার ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ। ‘টাইগার থ্রি’ ছবিতে বৌমার মারকাটারি অ্যাকশন দৃশ্য দেখে হতবাক শ্যাম কৌশল। তিনি নিজে স্টান্ট ডিরেক্টর। বৌমা যেভাবে নিখুঁত স্টান্ট করেছেন, তাতে আপ্লুত তিনি।

অসুস্থ জন আব্রাহাম?
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, জন আব্রাহাম তাঁর এক ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। জনের সেই ভিডিয়ো দেখে চমকে উঠেছেন তাঁর ভক্তরা। তাঁদের একাংশের দাবি, “ফিটনেস ফ্রিক জনকে অনেক রুগ্ন দেখাচ্ছে। বোঝা যাচ্ছে বলিরেখা।” তাঁদের প্রশ্ন, “তবে কি অসুস্থ জন?” যদিও জন এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

বিপাকে ধনুশের ছেলে
ট্রাফিক আইন ভেঙে এবার বিপত্তিতে ধনুশের বড় ছেলে ইয়াথ্রা। সুপারবাইক চালিয়ে ভাঙল সিগনাল। গাড়ির নম্বর স্পষ্ট নয়, মুখে মাস্ক। পরিচয় যাচাই করতে পুলিশ পৌঁছে যায় রজনীকান্তের বাড়ি ঐশ্বর্যের সঙ্গে দেখা করতে। তিনি নিশ্চিত করলে ট্রাফিক পুলিশের তরফ থেকে ১০০০ টাকার জরিমনা করা হয়।

প্রতিবাদী নভ্যা
স্টারকিড, ঝরঝরিয়ে ইংরেজি বলবে, বিদেশে থাকবে… সেটাই যেন স্বাভাবিক, কিন্তু হিন্দি! এবার মুখ খুললেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা। বিরক্ত হয়ে বললেন, “প্রচণ্ড বিরক্তিকর। রাগ হয় যখন, লোকে এটা দেখে চমকে যায় যে, আমি হিন্দি বলছি। প্রশ্ন করে, তুমি হিন্দি জানো? এটা তো খুব সাধারণ একটা বিষয়।”

দিব্যজ্যোতির কি হিংসা?
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নতুন এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অর্জুন চক্রবর্তী। সেই ধারাবাহিকের হিরো দিব্যজ্যোতি দত্ত। তাঁর কি হিংসে হচ্ছে? অভিনেতা বলেছেন, “আমার মধ্যে কোনও ইগো নেই। আর ইগো নেই বলেই আমার মধ্যে হিংসা নামের অনুভূতি জায়গা পায় না। অর্জুনদাকে আমি প্রচণ্ড ভালবাসি। তিনি যখন ‘গানের ওপারে’ ধারাবাহিককে অভিনয় করতেন, আমি স্কুলে পড়তাম। এই সিরিয়ালটি বাংলা টেলিভিশনের সম্পদ। আর অর্জুনদা আমার অনুপ্রেরণা।”

নোবেলের চতুর্থ বিয়ে
চলতি বছর মে মাসেই স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ‘সারেগামাপা’-খ্যাত মঈনুল এহসান নোবেলের। গায়কের উপর গার্হস্থ্য হিংসা, মাত্রাতিরিক্ত মাদক সেবন-সহ নানা অভিযোগ আনেন নোবেলের প্রাক্তন স্ত্রী। এ বার সালসবিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার ছয় মাসের মধ্যে চতুর্থ বার বিয়ে করলেন নোবেল। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি। তিনি পেশায় একজন ফুড ব্লগার।

খুশির মেজাজে ইমন
বাংলাদেশ সফরে গিয়ে এবার এক অন্যস্বাদের অভিজ্ঞতা হল গায়িকা ইমন চক্রবর্তীর। দুই বাংলার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ডুয়েট গান গাইবার সুযোগ হল তাঁর। এই মুহূর্তটা ইমনের জীবনে বিশেষ হয়েই থাকবে, ভিডিয়োটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছেন ইমন।