ভোলানাথের গাড়িতে ধাক্কা, গ্রেফতার আলিম মোল্লা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2025 | 5:54 PM

আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিলেন। আলিম মোল্লা ভোলা ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডের উপর ১৬ চাকা ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ । ভোলা ঘোষ বেঁচে গেলেও ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায় ।

দক্ষিণ ২৪ পরগনা: ন্যাজাটকাণ্ড অর্থাৎ শেখ শাহজাহানের মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা, তাতে তাঁর ছেলে ও চালকের মৃত্যু। এই ঘটনায় মোট চার জনকে  আগেই গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু অধরা ছিলেন মূল অভিযুক্ত আলিম মোল্লা। এতদিনে তাঁকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিলেন। আলিম মোল্লা ভোলা ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডের উপর ১৬ চাকা ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ । ভোলা ঘোষ বেঁচে গেলেও ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায় ।
এই নিয়ে পাঁচজন গ্রেফতার হল। সোমবার  তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ।