Stock Market Surge: ট্রাম্পের ঘোষণা, তারপরই লাফিয়ে বাড়ল দেশের সব সূচক
Share Market: আজ ৪২৯ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। সেনসেক্স বেড়েছে ১,৩১০ পয়েন্ট। একই সঙ্গে আজ বেড়েছে দেশের প্রায় সমস্ত সূচকই।
আজ ৪২৯ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। সেনসেক্স বেড়েছে ১,৩১০ পয়েন্ট। একই সঙ্গে আজ বেড়েছে দেশের প্রায় সমস্ত সূচকই। ১,৩৫২ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৬২৮ পয়েন্ট বেড়েছে নিফটি স্মলক্যাপ ১০০ সূচকও। যদিও ভারতের বাজারের এই উত্থানের দিন পড়েছে জাপানি সূচক নিক্কেই। অন্যদিকে চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ২৩২ পয়েন্ট।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Apr 12, 2025 12:06 AM