US, Pakistan: ত্রাণের নামে পাকিস্তানকে ১১০ কোটি ডলারের অস্ত্র পাঠাল আমেরিকা!
বিমানে ত্রাণ নয়, পাঠানো হয়েছে ১১০ কোটি ডলারের অস্ত্র। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং অ্যান্টি-মিসাইল সিস্টেম যা আসলে যাওয়ার কথা ছিল ইউক্রেনে, কিন্তু পাকিস্তান বেশি দর দেওয়ায়, ট্রাম্প সরাসরি সেই অস্ত্র পাকিস্তানে পাঠানোর নির্দেশ দেন।
পাকিস্তানের বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে মার্কিন পণ্যবাহী বিমান নামল নুর খান এয়ারবেসে। কিন্তু আসল প্রশ্ন হল, ত্রাণ নিয়ে বিমান এলে সেটা বায়ুসেনা ঘাঁটিতে নামবে কেন? তিন দিন কেটে গেলেও এর কোনও স্পষ্ট উত্তর নেই।
দিনকয়েক আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেসে পরপর তিন-চারটি গ্লোবমাস্টার C-17 বিমান নামে। পাকিস্তান জানায়, এই বিমানগুলো আমেরিকা থেকে ত্রাণ এনেছে। পাক সেনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদও জানানো হয়। সেখানে ত্রাণের খতিয়ানও দেওয়া হয়েছিল। কিন্তু এখানেই শুরু সন্দেহ। পাকিস্তান যে পরিমাণ ত্রাণ এসেছে বলছে, তার জন্য একটিমাত্র গ্লোবমাস্টারই যথেষ্ট। তাহলে বাকিগুলো কী আনল? এবং আরও বড় প্রশ্ন, মার্কিন বায়ুসেনার উচ্চপদস্থ অফিসাররা কেন পাকিস্তানে এলেন?
আমেরিকার দুটি শীর্ষ সংবাদমাধ্যমের দাবি, এসব বিমানে ত্রাণ নয়, পাঠানো হয়েছে ১১০ কোটি ডলারের অস্ত্র। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং অ্যান্টি-মিসাইল সিস্টেম যা আসলে যাওয়ার কথা ছিল ইউক্রেনে, কিন্তু পাকিস্তান বেশি দর দেওয়ায়, ট্রাম্প সরাসরি সেই অস্ত্র পাকিস্তানে পাঠানোর নির্দেশ দেন। আরও বড় কথা হল, এই অস্ত্র বালুচিস্তানে নাকি পাক-অধিকৃত কাশ্মীরে , কোথায় মোতায়েন হবে, তা এখনও পরিষ্কার নয়। তবে এটা স্পষ্ট যে, ট্রাম্প প্রশাসন পাকিস্তানের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নতুন খেলা শুরু করেছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত সরকারের প্রতিরক্ষামন্ত্রক এই পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পাল্টা পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

