Amit Shah in Bengal: ঢিলেমি নয়! বাংলায় এসে দলের নেতাদের সতর্ক করলেন শাহ

| Edited By: Avra Chattopadhyay

Dec 31, 2025 | 10:19 PM

Amit Shah News: বাংলায় এসে রাজ্যের শাসক শিবিরের দিকে আক্রমণের সমীকরণ তৈরি করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবিরের সঙ্গে বৈঠকে তৃণমূলকে ৩৬০ ডিগ্রি আক্রমণ করার বার্তা দিয়েছেন তিনি। এমনকি, নেতা-কর্মীদের ঢিলেমি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

কলকাতা: বাংলায় এসে রাজ্যের শাসক শিবিরের দিকে আক্রমণের সমীকরণ তৈরি করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবিরের সঙ্গে বৈঠকে তৃণমূলকে ৩৬০ ডিগ্রি আক্রমণ করার বার্তা দিয়েছেন তিনি। এমনকি, নেতা-কর্মীদের ঢিলেমি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

দু’দিন সফরে বাংলা এলেন অমিত শাহ। রাজনৈতিক বার্তার সূচনা ঘটল সাংবাদিক বৈঠক থেকে। ছাব্বিশের লড়াইয়ের আগে নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, ভোটের আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেকটাই জর্জরিত গেরুয়া শিবির। এদিনের বৈঠকে দলের মূল সংগঠন থেকে শাখা সংগঠন, সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।