West Midnapur News: জলের ট্যাঙ্কে বিষ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 29, 2023 | 3:30 PM

এমনি ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হালদারবেড় গ্রামের। জানাযায় হালদাড়বের গ্রামের সুপর্ণা রেরা নামে এক গৃহবধূ গত পাঁচ দিন বাড়িতে না থাকার কারণে বাড়িতে ছিল তালা দেওয়া। সুপর্ণা দেবী র এক ছেলে, এক মেয়ে, সুপর্ণার ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন।

এমনি ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হালদারবেড় গ্রামের। জানাযায় হালদাড়বের গ্রামের সুপর্ণা রেরা নামে এক গৃহবধূ গত পাঁচ দিন বাড়িতে না থাকার কারণে বাড়িতে ছিল তালা দেওয়া। সুপর্ণা দেবী র এক ছেলে, এক মেয়ে, সুপর্ণার ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন। সুপর্ণা দেবী স্বামী গত ২০১৮ সালে মারা যান। সুপর্ণা দেবী বাড়িতে একাই থাকেন। তিনি ২৪ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বুধবার বিকেল নাগাদ বাড়িতে ফিরেন বাড়িতে ফিরে বাথরুমে স্নান করতে গিয়ে দেখেন জলে একটা গন্ধ ছাড়ছে। বালতির জলেও ফেনা ও বিষের গন্ধ। সন্দেহ হওয়াতে তিনি ছাদের উপর গিয়ে জলের ট্যাংকে দেখেন বিষের গন্ধ।

ঘটনার কথা জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সুপর্ণা দ্রুত ঘটনার কথা জানাই চন্দ্রকোনা থানার পুলিশকে। খবর পেয়ে বুধবার রাত্রেই সুপর্নার বাড়িতে যায় চন্দ্রকোনা থানার পুলিশ, পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। পুলিশের ও প্রাথমিক অনুমান জলের ট্যাংকে বিষ মেশানো হয়েছে, কেউ বা কারা বাড়ির ছাদে উঠে জলে বিষ মিশিয়েছে সুপর্ণা অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সুপর্ণার দাবি কোন আত্মীয় এই ঘটনা ঘটিয়েছে।