Anubrata Mondal News: ‘গরু চোর…’, ‘কর্মফল’, জনতার কাঠগড়ায় কেষ্ট

Aug 12, 2022 | 9:57 PM

Public Reaction On Anubrata Mondal: অনুব্রতকে নিয়ে রঙ্গ তামাশা, হাসি ঠাট্টা। চোরের তকমাও পেলেন শাসক দলের হেভিওয়েট নেতা।

আসানসোল: শরৎ তো এখনও ঢের দেরি। হঠাৎ বাংলায় ঢাকের বোল, পুজো চলে এল নাকি! না তা নয়। রাখী পূর্ণিমায় কেষ্টর হাতে হাতকড়া পড়তেই, ঢাকে কাঠি! গরু পাচার তদন্তে সিবিআইয়ের জালে অনুব্রত মণ্ডল। শুক্রবার বোলপুর থেকে গ্রেফতার করে অনুব্রতকে নিয়ে আসা হয় আসনসোল আদালতে। আসার পথে ‘বন্দি’ নেতাকে দেখতে রাস্তায় ভিড়, ক্ষুব্ধ জনতার রুষ্টধ্বনি ‘চোর, চোর, চোর…’। একই ছবি আদালত চত্বরেও। এক মহিলা তো বলেই ফেললেন, “গরু চোরকে দেখতে এসেছি।” জুতো দেখিয়ে বিক্ষোভ দেখালেন তরুণও।

বুম ধরলেই মুখ খুলছেন জনতা। কেউ বলছেন, ‘অন্যায় করলে শাস্তি হবেই।’ আবার অনেকের আক্ষেপ, ‘কাদের ভোট দিয়ে নিয়ে এসেছিলাম, লজ্জার ব্যপার…’। অনুব্রতকে নিশানা করে কারও আবার আক্রমণ, ‘সমাজের দুষ্টু মানুষ, আগে গ্রেফতার হলে আরও ভাল হত’। সোশাল মিডিয়াতেও রসিকতার খোরাক বীরভূমের এই হেভিওয়েট নেতা। ‘কর্মফল’, জনতার কাঠগড়ায় কেষ্ট।