Anupam Roy News: দোলে রঙ থেকে দূরে থাকেন শিল্পী অনুপম, কিন্তু কেন?
আসছে রঙের উৎসব দোল। কিন্তু সেই উৎসব থেকে বহু হাত দূরে থাকেন অনুপম রায়। ক্যামেরার মুখোমুখি হয়ে নিজেই জানালেন সেই কারণ।
পূর্ব পশ্চিম সংস্থা আয়োজিত নাটকের বিশেষ অনুষ্ঠান । নাট্য উৎসব। শুধু নাটক নয় নাটকের গান এবং বিভিন্ন নাট্যদলের নাটক। শুরুর দিন স্মরণীয় হয়ে থাকলো বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের উজ্জ্বল উপস্থিতিতে। অরুণ মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার প্রমুখরা আসেন। মঞ্চেও ওঠেন। তাঁদের সম্মান জানানো হয়।এরপরেই নাটকের নাটকের গান।নাটকেরও গান আছে। একাডেমিতে পূর্ব পশ্চিম নাট্য গোষ্ঠীর অনুষ্ঠানে সে নিদর্শন রাখলেন অম্বরীশ ভট্টাচার্য ও সোহিনী সেনগুপ্ত। নাটকের গান উপস্থাপনার সময় দর্শকাসনে ছিলেন তাঁরাই। গিরীশ ঘোষ শিশির ভাদুড়ী থেকে শুরু করে গৌতম হালদার পর্যন্ত সবার নাটকের গান।